বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বরাবরই দাবি করে আসছেন বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আর এবার সেই পথেই হেঁটে তৃণমূল সরকার পড়ে যাওয়ার সময় বেঁধে দিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। তিনি দাবি করেছেন, দুবছর টিকবে না তার আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। এনিয়ে সিপিএমকে কটাক্ষ করে বিজেপির সুরে কথা বলছে বলে আক্রমণ করেছে তৃণমূল।
আরও পড়ুন: রাম-বাম জোট করলে দল ছাড়তে হবে, দলীয় কর্মীদের হুঁশিয়ারি সূর্যকান্তের
শনিবার হুগলি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে পান্ডুয়ায় প্রচারে যান সূর্যকান্ত মিশ্র। সেখানে তিন্না থেকে মেলাতলা পর্যন্ত মিছিল করেন। সূর্যকান্ত মিশ্র মিছিল থেকেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন ইস্যু নিয়ে আক্রমণ করেন। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি রাজভবনে আর যাবেন না। এনিয়ে সূর্যকান্ত মমতাকে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে যেখানে আছেন সেখানে একদিন মানুষ ঘেরাও করবে। উনি অনেকের টাকা লুট করেছেন। যাকে তাকে ধরছেন। অথচ যারা মাথা তাদেরকে ধরছে না। মানুষ সব বুঝতে পেরেছে।
এরপরেই বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাতের তত্ত্ব তুলে ধরে সরকার পড়ে যাওয়ার বিষয়ে মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, দু'বছর পর বিধানসভা নির্বাচন। এতদিন পর্যন্ত তৃণমূলের সরকার টিকবে না। তাঁর কটাক্ষ, কদিন আগে মমতা রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। আর বেরিয়ে এসে বললেন গল্প করেছেন।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রসঙ্গ তুলেও বিজেপিকে আক্রমণ করেন সূর্যকান্ত। কেজরিওয়াল জেল থেকে ছাড়া পাওয়ার পর দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় ক্ষমতায় এলে মমতাকে জেলে ভরবেন। তাঁর সেই মন্তব্যকে সমর্থন জানিয়ে সূর্যকান্ত বলেন, ভয় পেয়ে দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে। ভোটের আগে গ্রেফতার করে কেজরিওয়ালকে প্রচার থেকে বাধা দিতে চেয়েছিল বিজেপি। তবে ইডি, সিবিআইয়ের খেলা মানুষ বুঝতে পেরেছে। তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সূর্যকান্তকে পালটা আক্রমণ করে বলেন, তৃণমূল বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। তাই শুভেন্দু অধিকারীর সুর শোনা যাচ্ছে সূর্যকান্ত মিশ্রের গলায়।