দুয়ারে সরকারের শিবিরের অদূরে সিপিএমের ক্যাম্প। সেখানে বিনামূল্যে সাধারণ মানুষকে পূরণ করে দেওয়া হচ্ছে ফর্ম। কোন টেবিলে কোন পরিষেবা পাওয়া যাবে তাও জানাচ্ছেন সিপিএম কর্মীরা। জলপাইগুড়িতে এই ঘটনায় শোরগোল পড়েছে জেলাজুড়ে। সিপিমএমের দাবি, সাধারণ মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ। বিজেপির দাবি, ভ্যালেন্টাইনস ডে-র আগে তৃণমূলকে মিস কল দিচ্ছে সিপিএম।
জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে দুয়ারে সরকার ক্যাম্প। সেখানেই ক্যাম্পের অদূরে দেখা যাচ্ছে সিপিএমের ‘সহায়তা কেন্দ্র’ সেখানে টেবিল চেয়ার নিয়ে বসে বিনামূল্যে সাধারণ মানুষকে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন সিপিএম কর্মীরা। কোন পরিষেবা কোন টেবিলে পাওয়া যাবে। সেজন্য কী কী নথি লাগবে জানাচ্ছেন তা-ও। প্রত্যন্ত এলাকার মানুষেরা অনেকেই ফর্ম পূরণ করতে পারেন না। সিপিএম কর্মীরা হাত বাড়িয়ে দেওয়ায় উপকৃত হচ্ছেন তাঁরাও।
এই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, যেখানে মানুষের সাহায্য প্রয়োজন হবে সেখানেই সিপিএম কর্মীরা থাকবেন। দুয়ারে সরকার ক্যাম্প মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকায় হয় না। হয় সরকারি টাকায়। তাহলে সেখানে সিপিএমের কর্মীরা থাকলে সমস্যা কোথায়?
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আগেই সিপিএম নেতারা নবান্নে গিয়ে ফিশফ্রাই খেয়ে তৃণমূলের বশ্যতা স্বীকার করে নিয়েছেন। সামনে ভ্যালেন্টাইনস ডে আসছে তাই ফের তৃণমূলকে মিসড কল দিচ্ছে সিপিএম।