বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sonarpur: নির্মীয়মাণ বহুতলের কাজের জেরে সোনারপুরে একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে স্থানীয়রা

Sonarpur: নির্মীয়মাণ বহুতলের কাজের জেরে সোনারপুরে একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে স্থানীয়রা

বাড়িতে ফাটল। নিজস্ব ছবি ।

নির্মিয়মাণ বহুতলের জন্য প্রজেক্টের মেশিন চালু করা হলেই গোটা বাড়ি কাঁপতে শুরু করে। খাটে শুয়ে থাকলেও কাঁপুনির জেরে শারীরিক সমস্যা দেখা দেয় অনেকের।

বউবাজারের পর এবার স্কুল সহ বহু বাড়িতে ফাটল দেখা দিল সোনারপুরে। যার জেরে আতঙ্কে রয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে চৌহাটির বাসিন্দারা। একটি নির্মাণ চলছে তার ফলে আশেপাশের বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে নির্মীয়মাণ সংস্থা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মিয়মাণ বহুতলের জন্য প্রজেক্টের মেশিন চালু করা হলেই গোটা বাড়ি কাঁপতে শুরু করে। খাটে শুয়ে থাকলেও কাঁপুনির জেরে শারীরিক সমস্যা দেখা দেয় অনেকের। এরপরেই ওই নির্মীয়মাণ সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন স্থানীয়রা। তারা আধিকারিকদের কাছে নিজেদের সমস্যা জানানোর পাশাপশি পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি জানতে পেরে এলাকার কাউন্সিলর রাজীব পুরোহিত বলেন, ‘আমি এই ঘটনার খবর পেয়েছি। সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। সংস্থার কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও তারা রাজি হননি।’

পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই নির্মীয়মাণ সংস্থা। পুলিশের মধ্যস্থতায় স্থানীয়দের সঙ্গে বৈঠক করে ওই সংস্থার আধিকারিকরা। তাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয়রা অবশ্য ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে সন্তুষ্ট। তবে সোনারপুরে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘চৌহাটি এলাকায় প্রাইভেট কোম্পানি হাঙড়ের মতো করে ঝাঁপিয়ে পড়েছে। আশেপাশের বাড়িতে ফাটল ধরছে অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। যাদের বাড়িতে ফাটল ধরছে তাদের পাশে কি কেউ দাঁড়াবে না!’ পুরসভার ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সংস্থার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তার বক্তব্য, ‘পুলিশ টাকা নিয়ে বিষয়টি রফাদফা করার চেষ্টা করছে। আশেপাশের মানুষের বিপদের কথা না ভেবেই কোটি কোটি টাকার রফা চলছে।’

অন্যদিকে, রাজপুর সোনারপুর পুরসভার পুর প্রধান পল্লব দাস জানান, তারা এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। পুরসভার ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শন করবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলার মুখ খবর

Latest News

১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা বিশ্বব্যাপী ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে স্যামসাং, প্রভাব পড়বে ভারতেও ১২ বছর ধরে প্রতিদিন মাত্র ৩০ মিনিট ঘুমোন ব্যবসায়ী! কীভাবে সম্ভব ৮ বলেই ম্যাচ শেষ, ভুবিকে বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে ফাইনালে তুললেন সমীর- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.