বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বাজি কারবারিদের গ্রেফতার না করে বাজি উদ্ধারের নিনজা পদ্ধতি আবিষ্কার করল পুলিশ

বাজি কারবারিদের গ্রেফতার না করে বাজি উদ্ধারের নিনজা পদ্ধতি আবিষ্কার করল পুলিশ

বাজি উদ্ধার করছেন পুলিশ আধিকারিকরা। 

পুলিশ সূত্রে খবর, ‘পাতিয়াল এলাকার মালোপাড়ায় ঝোপের মধ্যে প্লাস্টিকে মোড়া আবস্থায়। বেআইনি বাজি পড়ে রয়েছে। অভিযান চালিয়ে ঝোপের ভিতর থেকে কালো প্লাস্টিকে মোড়া প্রায় ১০০ কিলোগ্রাম বাজি উদ্ধার করেন পুলিশকর্মীরা।

একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে পুলিশি তৎপরতা। উদ্ধার হয়েছে কয়েক শ ক্যুইন্টাল বাজি। গ্রেফতারির সংখ্যাও ৫০ ছুঁইছুঁই। এই অবস্থায় হাওড়ার জগৎবল্লভপুরে ঝোপের মধ্যে উদ্ধার হল বেআইনি বাজি। মঙ্গলবার দুপুরে মালোপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ কিলোগ্রাম বাজি উদ্ধার করেন পুলিশকর্মীরা।

পুলিশ সূত্রে খবর, ‘পাতিয়াল এলাকার মালোপাড়ায় ঝোপের মধ্যে প্লাস্টিকে মোড়া আবস্থায়। বেআইনি বাজি পড়ে রয়েছে। অভিযান চালিয়ে ঝোপের ভিতর থেকে কালো প্লাস্টিকে মোড়া প্রায় ১০০ কিলোগ্রাম বাজি উদ্ধার করেন পুলিশকর্মীরা। উদ্ধার করা বাজি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের অনুমান, স্থানীয় কেউ এই বাজি মজুত করে রেখেছিলেন। পুলিশি ধরপাকড়ের ভয়ে রাতের অন্ধকারে সেই বাজি ঝোপে ফেলে রেখে এসেছেন তিনি।

যদিও স্থানীয়দের দাবি, এলাকায় বেআইনি বাজি কারবারের খবর পুলিশের অজানা নয়। নিয়মিত বাজি কারবারিদের থেকে টাকা নেয় পুলিশ। তাই বাজি কারবারিদের গ্রেফতার করতে গেলে চাপের মুখে পড়তে হত তাদের। ওদিকে বাজি উদ্ধার না করলে বিস্ফোরণ হলে জবাবদিহি করতে হত পুলিশকেই। তাই পুলিশের পরামর্শেই জঙ্গলে বাজি ফেলে রেখে এসেছিলেন বাজি কারবারিরা। পরে পুলিশ গিয়ে সেই বাজি উদ্ধার করে। তাতে সাপও মরল, লাঠিও ভাঙল না।

 

বন্ধ করুন