কাঁথিতে বাড়ির কাছেই বাধার মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। গো ব্যাক স্লোগান দিল তৃণমূল। এর সঙ্গেই গান বাজল, খেলা হবে। অন্য়দিকে পালটা, জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। এসবের মধ্যেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের উপর মারধরের অভিযোগ তুলেছেন মন্ত্রী অখিল গিরির পুত্র তথা তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরি। তাঁর অভিযোগ শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীরা তাকে মারধর করেছে। এদিকে এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
সুপ্রকাশ গিরি বলেন, সিআরপিএফ আমাদের ক্যাম্প অফিস ভেঙেছে। সিআরপিএফ আমার বুকে মেরেছে। কেন পুলিশ নিয়ে এসেছ শুভেন্দু অধিকারী? কেন মন্দিরে এসেছ পুলিশ নিয়ে? প্রশ্ন তুলেছেন সুপ্রকাশ গিরি। তাঁর অভিযোগ, জুতো পরে শুভেন্দু অধিকারী সহ তার নিরাপত্তারক্ষীরা মন্দিরে পুজো দিতে গেলে মায়েরা বাধা দেন। আর তখনই নিরাপত্তারক্ষীরা তেড়ে আসে। আমি তাদের আটকাতে ছুটে যাই। সেই সময় আমার বুকে পেটে মারা হয়। দাবি সুপ্রকাশ গিরির।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব। এদিকে শুভেন্দু অধিকারীর পালটা দাবি, তৃণমূল কর্মীদের তো দেখলাম হাতে পতাকা নিয়ে আমাকে দেখে নমস্কার করলেন। তবে নিজের শহরে এভাবে নন্দীগ্রামের বিধায়ককে বাধার মুখে পড়ার ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে বিভিন্ন মহলে।