জেলবন্দি অবস্থায় মৃত্যু হল ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনে অভিযুক্ত এক যুবকের। নিহতের নাম গুড্ডু যাদব। জগদ্দলের বিজেপি কর্মী আকাশ যাদব খুনে অভিযুক্ত ছিল সে। দমদম কেন্দ্রীয় সংশোধনাগেরে বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন আরজি কর হাসপাতালে গত রবিবার তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর প্রকৃত তদন্ত দাবি করেছে মৃতের পরিবার। ওদিকে বিজেপির দাবি, মৃত্যুর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে।
সংশোধনাগার সূত্রে খবর, গত ৭ মে থেকে অসুস্থ ছিলেন গুড্ডু। তাঁকে রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে মৃত্যু হয়। পরিবারের লোকের যদিও দাবি, ৫ দিন ধরে জেলে অসুস্থ ছিলেন গুড্ডু। তাঁর চিকিৎসার কোনও ব্যবস্থা হয়নি। শেষ বেলায় তাঁকে হাসপাতালে আনা হয়। সোমবার রাতে অভিযুক্ত গুড্ডু যাদবের দেহ জগদ্দলের পুরানি তালাও এলাকায় পৌঁছলে উত্তেজনা ছড়ায়। বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন পরিজনরা।
২০২১ সালের মে মাসে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে বাড়ির অদূরে জগদ্দলের পুরানি তালাও এলাকায় বিজেপি কর্মী আকাশ যাদবের ওপর হামলা হয়। বোমা ও গুলি ছুড়ে তাঁকে খুন করে দুষ্কৃতীরা। ওই ঘটনার তদন্তে নেমে ২০২২ সালের এপ্রিল মাসে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মাঠ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গুড্ডু ও তার ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে সিবিআই ঘটনার তদন্তভার নেয়। সেই মামলায় গত প্রায় ১ বছর ধরে জেলবন্দি ২ ভাই।
গুড্ডুর মৃত্যুতে ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করেছে বিজেপি। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, যে কোনও মৃত্যু শোকের। কাদের নির্দেশে আকাশকে সে খুন করেছিল সেকথা হয়তো সিবিআইয়ের সামনে ফাঁস করে দিতে পারত গুড্ডু। তাই তাঁকে ষড়যন্ত্র করে খুন করা হয়ে থাকতে পারে। বিষয়টি সিবিআই তদন্ত করে দেখুক।