তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল। সেই অভিযোগের জবাব দিতে প্রথমবার আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার রাতে কোচবিহারের গীতলদহে আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীদের দেখতে শহরের একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই জেলার পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন রাজ্যপাল। তার পর সরাসরি তিনি হাজির হন কোচবিহারে।
পাহাড় সফর শেষ করে শুক্রবার সন্ধ্যায় কোচবিহারের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরই কোচবিহারের একাধিক এলাকায় শুরু হয় তুমুল সংঘর্ষ। শাসক ও বিরোধীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন বহু। শনিবার রাতে গীতলদহে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুপক্ষের ৭ জন আহত হয়। তৃণমূলের অঞ্চলসভাপতি মাফুজার রহমানসহ ৩ জন তৃণমূলকর্মী সংঘর্ষে আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রবিবার সকালে তাদের দেখতে যান রাজ্যপাল।
এদিন কোচবিহার শহরের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তাঁদের আঘাত কতটা গুরুতর তা জানতে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।
গীতলদহে দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল কর্মী বাবু হকের বাড়িতে শনিবার গিয়েছিলেন রাজ্যপাল। তবে এই প্রথম কোনও আহত তৃণমূল কর্মীকে দেখতে গেলেন তিনি।