বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমফানে ক্ষয়ক্ষতি বুঝতে ৩-৪ দিন লাগবে, ১০-১২ জনের মৃত্যু হয়েছে- মমতা
বর্ধমানে গাছ পড়ে বেহাল পরিস্থিতি (PTI)

আমফানে ক্ষয়ক্ষতি বুঝতে ৩-৪ দিন লাগবে, ১০-১২ জনের মৃত্যু হয়েছে- মমতা

বুধবার বিকেল-সন্ধ্যায় বঙ্গে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘আমফান’। তখন গতিবেগ ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার গতিতে বইছে ঝড়। কখনও কখনও তা বেড়ে প্রতি কিলোমিটার ১৮৫ কিলোমিটারও হচ্ছে।

সন্ধ্যে সাতটার সময় সম্পূর্ণ ল্যান্ডফল করল সাইক্লোল আমফান। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তেমন প্রভাব পড়েনি ওড়িশার ওপর। 

20 May 2020, 11:40:54 PM IST

পেরিয়ে গেছে আমফান

হাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে উপকূল অঞ্চল পেরিয়ে গিয়েছে আমফান। তবে এর প্রভাব বৃহস্পতিবার সকাল অবধি থাকবে বলে মনে করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন যে ক্ষয়-ক্ষতির হিসাব পরে মিলবে কিন্তু ১০-১২ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। 

20 May 2020, 09:21:40 PM IST

দক্ষিণবঙ্গে মারাত্মক ক্ষতি

খুব পরিস্থিতি খারাপ দক্ষিণবঙ্গে। এরকম পরিস্থিতির জন্য কেউ তৈরী ছিল না, বলে জানান মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গ ৯৯.৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছে, বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

20 May 2020, 09:15:11 PM IST

খুব খারাপ লাগছে-মমতা

নবান্নে মুখ্যমন্ত্রী বলেন যে মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে সাইক্লোন আমফানে। সাগরে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। যেসব জায়গায় হওয়ার কথা ছিল প্রভাব, সেটা ছাড়াও অন্যান্য জেলাতেও পড়েছে আমফানের প্রভাব। বিভিন্ন সিস্টেম সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলে রিপোর্ট এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগামিকাল প্রাথমিক মিটিং করে দেখা হবে ত্রাণ কীভাবে পৌঁছে দেওয়া যায়। 

20 May 2020, 09:15:11 PM IST

মোট ৬.৫ লক্ষ মানুষকে সরানো হয়েছে

দুই রাজ্য মিলিয়ে মোট ৬.৫ লক্ষ মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। ওড়িশায় মৃত এক শিশু, বাংলায় মৃত দুই। 

20 May 2020, 06:35:36 PM IST

আমফানে বঙ্গে মৃত্যু ২ জনের : রিপোর্ট

  আমফানে পশ্চিমবঙ্গে মৃত্যু হল দুজনের। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর।

20 May 2020, 05:43:02 PM IST

ঝড়ের দাপট বেশি থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ মমতার

যে এলাকাগুলিতে ঝড়ের দাপট বেশি, সেখানে প্রয়োজন মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

20 May 2020, 04:47:41 PM IST

যে কোনও সময় ঢুকে পড়বে আমফানের ‘চোখ’, জানাল IMD

আমফানের প্রথম অংশ স্থলভূমিতে আছড়ে পড়েছে। ঝড়ের চোখ যে কোনও সময়ে স্থলভূমিতে প্রবেশ করবে। জানাল ভারতীয় মৌসম ভবনের (আইএমডি) প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র।

20 May 2020, 04:24:39 PM IST

সন্ধ্যার মধ্যে কলকাতায় আছড়ে পড়বে আমফান : IMD

সন্ধ্যার মধ্যে কলকাতায় আছড়ে পড়বে আমফান। জানালেন ভারতীয় মৌসম ভবের প্রধান।

20 May 2020, 03:58:39 PM IST

সাগর থেকে ৩৫ কিমি দূরে আমফান : IMD

মৌসম ভবনের দুপুর তিনটের বুলেটিন অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপের উত্তর ও উত্তর-পূর্বে ১৯০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬৫ কিলোমিটার, সাগরের দক্ষিণে ৩৫ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'।

20 May 2020, 03:53:15 PM IST

চার ঘণ্টা স্থলভূমিতে প্রবেশের প্রক্রিয়া চলবে : IMD

মৌসম ভবন ভুবনেশ্বেরর অধিকর্তা : দুপুর আড়াইটে থেকে স্থলভূমি প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। চার ঘণ্টার মতো চলবে তা।

20 May 2020, 03:51:18 PM IST

দিঘাতে রাস্তা থেকে তার-গাছ সরাচ্ছেন NDRF কর্মী

দিঘাতে প্রবল বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে ঝোড়া হাওয়া। তারইমধ্যে রাস্তা থেকে বিদ্যুতের তার এবং উপড়ে যাওয়া গাছ সরাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) এক কর্মী। 

20 May 2020, 03:26:00 PM IST

 স্থলভূমিতে আছড়ে পড়ল আমফান, ঘণ্টায় ১৬৫ কিমি বেগে বইছে ঝড়

সুন্দরবনের কাছে স্থলভূমিতে আছড়ে পড়ল অতিপ্রবল ঘূর্ণিঝড় আমফান। এখনও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৫৫ থেকে ১৫ কিলোমিটার। কখনও কখনও ঝড়ের বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছে যাচ্ছে। এটি পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্য দিয়ে যাচ্ছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘হ্যাঁ। অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটির স্থলভূমিতে আছড়ে পড়েছে। এটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।’

20 May 2020, 03:17:27 PM IST

চারটের সময় স্থলভূমিতে ঢুকতে পারে আমফান, ঝড়ের বেগ ঘণ্টাপিছু ১৭০ কিমি : IMD

বিকেল চারটে থেকে আমফানের স্থলভূমিতে ঢোকার প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় মৌসম ভবনের (আইএমডি) ঘূর্ণিঝড় সংক্রান্ত প্রধান সুনীতা দেবী বলেন, ‘আমরা এখন শুধু বলতে পারি, বিকেল চারটে নাগাদ থেকে ল্যান্ডফল শুরু হতে পারে।’ সেই সময় অতি প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৬০-১৭০ কিলোমিটার থাকবে। কখনও কখনও তা ঘণ্টাপিছু ১৯০ কিলোমিটারে পৌঁছে যাবে।

20 May 2020, 02:47:53 PM IST

আমফানে মৃত্যু ২ মাসের শিশুর

ঘূর্ণিঝড় আমফানের জেরে ভেঙেছিল পড়েছিল কুঁড়েঘরের দেওয়াল। তাতে চাপা পড়ে মৃত্যু হল এক দু'মাসের শিশুর। ঘটনাটি ওড়িশার ভদ্রক জেলার।

20 May 2020, 02:05:05 PM IST

বাংলা-ওড়িশার বিপদসঙ্কুল এলাকা থেকে ৪.৫ লাখ মানুষকে সরানো হয়েছে : NDRF

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিপদসংকুল এলাকা থেকে প্রায় ৪.৫ লাখ মানুষকে সরানো হয়েছে। জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) প্রধান এস এন প্রধান।

20 May 2020, 01:34:39 PM IST

আরও ঘনাচ্ছে 'আমফান' বিপদ, সাগর থেকে দূরত্ব কমে ৯০ কিমি

দিঘা ও সাগর থেকে 'আমফান'-এর দূরত্ব এবার ১০০ কিলোমিটারেরও কম। মৌসম ভবনের দুপুর একটার বুলেটিন অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপের উত্তর ও উত্তর-পূর্বে ১৫০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৯৫ কিলোমিটার, সাগরের দক্ষিণে ৯০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'।

20 May 2020, 12:27:49 PM IST

ঘণ্টায় প্রায় ২৫ কিমি বেগে বাংলায় আসছে ‘আমফান’, দিঘা-সাগর থেকে ১২৫ কিমি দূরে

মৌসম ভবনের বেলা ১২ টার বুলেটিন অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপের উত্তর ও উত্তর-পূর্বে ১৪০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১২৫ কিলোমিটার, সাগরের দক্ষিণে ১২৫ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'।

20 May 2020, 12:21:44 PM IST

ফুঁসছে নদী, বন্ধ গোসাবা-পাথরপ্রতিমা-নামখানার ঘাট

বিকেল-সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে 'আমফান'। তার আগে সকাল ফুঁসছে নদী। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল থেকে গোসাবার প্রায় ১৫ টি ঘাট বন্ধ রাখা হয়েছে। এছাড়াও পাথরপ্রতিমা, বাসন্তী, নামখানা, সাগর, কাকদ্বীরের ঘাটগুলিও বন্ধ রাখা হয়েছে।

20 May 2020, 12:17:50 PM IST

সাগরদ্বীপে শুরু বৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়া

সকাল থেকেই সাগরদ্বীপে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

20 May 2020, 11:22:34 AM IST

বঙ্গের দিকে ধেয়ে আসছে 'আমফান', দিঘা থেকে দূরত্ব মাত্র ১৫০ কিমি

মৌসম ভবনের সকাল ১১ টার বুলেটিন অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপের পূর্বে ১২০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১৫০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'।

20 May 2020, 11:00:14 AM IST

ওড়িশার কেন্দ্রপাড়া প্রবল বৃষ্টি, ফুঁসছে সমুদ্র

ওড়িশার কেন্দ্রপাড়া প্রবল বৃষ্টি হচ্ছে। তেমন বইছে ঝড়। কার্যত ফুঁসছে সমুদ্র।

20 May 2020, 11:00:14 AM IST

সামান্য অবস্থান পরিবর্তন ‘আমফান’-এর, দিঘা থেকে ১৭৭ কিমি দূরে

কিছুটা উত্তর দিকে সরে গেল 'আমফান'। মৌসম ভবনের সকাল ১০ টার বুলেটিন অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২৩ কিলোমিটার, দিঘার দক্ষিণে ১৭৭ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-পশ্চিমে ৩২৮ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'।

20 May 2020, 10:28:14 AM IST

'আমফান' জের, আগামিকাল সকাল ৫ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বন্ধ পরিষেবা

'আমফান' পরিস্থিতিতে আগামিকাল সকাল ৫ টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ করোনা পরিস্থিতিতে যে বিশেষ উড়ান চলছিল, তাও বন্ধ থাকবে। জানালেন বিমানবন্দরের অধিকর্তা।

20 May 2020, 09:46:51 AM IST

'আমফান' আগমনের আগে প্রবল বৃষ্টি ওড়িশায়, প্রবল বেগে বইছে হাওয়া

'আমফান' আগমনের আগে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ওড়িশায়। পারদ্বীপ, কেন্দ্রপাড়া-সহ বিভিন্ন এলাকায় হচ্ছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বৃষ্টির দাপট সবথেকে বেশি প্রভাব পড়েছে পারাদ্বীপে।

20 May 2020, 09:39:32 AM IST

দিঘার থেকে মাত্র ২০০ কিমি 'আমফান'

মৌসম ভবনের সকাল ন'টার বুলেটিন অনুযায়ী, ওড়িশার পারাদ্বীপের পূর্ব ও দক্ষিণ-পূর্বে ১২০ কিলোমিটার, দিঘার দক্ষিণে ২০০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-পশ্চিমে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'।

20 May 2020, 09:29:19 AM IST

উত্তাল দিঘার সমুদ্র, দেখুন ভিডিয়ো

উত্তাল দিঘার সমুদ্র। সমুদ্রের কাছাকাছি না আসার জন্য মাইকে ঘোষণা করা হচ্ছে।

20 May 2020, 09:29:19 AM IST

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, বইছে ঝোড়ো হাওয়া

দিঘা থেকে ‘আমফান’-এর অবস্থান যে খুব একটা বেশ দূরে নয়, তার প্রমাণ মিলছে দিঘার প্রবল জলোচ্ছ্বাস দেখে। রীতিমতো ফুঁসছে সমুদ্র। সঙ্গে বইছে ঝোড়া হাওয়া।

20 May 2020, 08:34:49 AM IST

দিঘা থেকে মাত্র ২২০ কিমি দূরে 'আমফান', পারাদ্বীপে ঘণ্টায় ১০২ কিমি বেগে বইছে ঝড়

ক্রমশ বঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আমফান'। মৌসম ভবনের তরফে সকাল আটটার সময় যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, পারাদ্বীপ থেকে পূর্ব এলং দক্ষিণ-পূর্ব দিকে ১২৫ কিলোমিটার দূরে রয়েছে 'আমফান'। দক্ষিণে দিঘার থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে 'আমফান'। ইতিমধ্যে পারাদ্বীপে ঝড়ের বেগ ঘণ্টায় ১০২ কিলোমিটারে পৌঁছে গিয়েছে।

20 May 2020, 08:08:04 AM IST

পারাদ্বীপে বইছে চলছে বৃষ্টি,  ঘণ্টায় ৮২ কিমি বেগে বইছে ঝড়

পারাদ্বীপ থেকে এখনও ১২৫ কিলোমিটার দূরে রয়েছে 'আমফান'। তার আগেই সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে বইছে ঝোড়া হাওয়া। ঝড়ের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিলোমিটারেও পৌঁছে গিয়েছে।

20 May 2020, 07:52:49 AM IST

ধেয়ে আসছে ‘আমফান’,  দিঘা থেকে ২৪০ কিমি দূরে

দ্রুত ধেয়ে আসছে ‘আমফান'। দিঘা থেকে দক্ষিণ দিকে আপাতত ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি প্রবল ঘূর্ণিঝড়। পারাদ্বীপ থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে ১২৫ কিলোমিটার দূরে রয়েছে ‘আমফান'।

20 May 2020, 07:37:02 AM IST

উত্তাল দিঘার সমুদ্র, শুরু জলোচ্ছ্বাস

সকাল থেকেই উত্তাল দিঘার সমুদ্র। জলোচ্ছ্বাস হচ্ছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।

20 May 2020, 07:26:02 AM IST

দিঘা থেকে মাত্র ২৮০ কিমি দূরে ‘আমফান’

দিঘা থেকে আর মাত্র ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'। পারাদ্বীপ থেকে ১৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে সেই অতি প্রবল ঘূর্ণিঝড়।

20 May 2020, 07:22:39 AM IST

পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টি

ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর, দুই পরগনা, কলকাতা, হাওড়ায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে মাঝেমধ্যেই বইছে ঝোড়া হাওয়া।

20 May 2020, 07:22:40 AM IST

দিঘা থেকে মাত্র ৩২০ কিমি দূরে ‘আমফান’

বুধবার সকাল সাড়ে পাঁচটায় মৌসম ভবনের তরফে বুলেটিন প্রকাশিত হয়েছে, তাতে জানানো হয়েছে, গতরাত আড়াইটে পর্যন্ত পারাদ্বীপের দক্ষিণ ১৮০ কিলোমিটার, দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে ৩২০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে ৪৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'আমফান'।

বাংলার মুখ খবর

Latest News

ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.