উড়ে গেল বিশাল টিনের চাল, ভিডিয়োয় ঘূর্ণিঝড়ের তাণ্ডব
1 মিনিটে পড়ুন . Updated: 21 May 2020, 02:09 PM IST- আমফানের তাণ্ডবে কয়েক সেকেন্ডে স্কুলবাড়ির বিশাল টিনের চাল উড়ে গেল।
আমফানের তাণ্ডবে ভয়াবহ ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের। ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ থেকে ১২। হয়েছে বহু সম্পত্তির ক্ষতি।
বুধবার বাংলায় ঘূর্ণিঝড়ে ছারখার হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। অজস্র গাছ পড়েছে গোটা রাজ্যে। প্রকৃতির রোষে স্তব্ধ হয়ে গিয়েছে শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের জনজীবন। বৃহস্পতিবার সকালেও সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত পোস্ট হয়ে চলেছে আমফানের ধ্বংসলীলার নানান ভয়াবহ দৃশ্য।
এমনই একটি ভিডিয়োয় দেখা গিয়েছে স্কুলবাড়ির বিশাল টিনের চাল উড়ে যাওয়ার দৃশ্য। ভিডিয়োতে দেখা গিয়েছে, তিন তলা বাড়ির উপরে বসানো টিনের শেড ঝোড়ো বাতাসে উপড়ে নীচে পড়ে যাওয়ার দৃশ্য। শিউরে ওঠার মতো সেই ক্লিপিং শেয়ার হয়েছে টুইটারে।
এমনই একটি ভিডিয়োয় দেখা গিয়েছে স্কুলবাড়ির বিশাল টিনের চাল উড়ে যাওয়ার দৃশ্য। ভিডিয়োতে দেখা গিয়েছে, তিন তলা বাড়ির উপরে বসানো টিনের শেড ঝোড়ো বাতাসে উপড়ে নীচে পড়ে যাওয়ার দৃশ্য। শিউরে ওঠার মতো সেই ক্লিপিং শেয়ার হয়েছে টুইটারে।