বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cyclone Jawad: আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, কোন জেলায় কত বেগে ঝড় বইবে? সোমবার পর্যন্ত তালিকা দেখুন

Cyclone Jawad: আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, কোন জেলায় কত বেগে ঝড় বইবে? সোমবার পর্যন্ত তালিকা দেখুন

ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। (ছবি সৌজন্য পিটিআই)

আপনার জেলায় কত বেগে ঝড় বইবে। 

ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে জাওয়াদ। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট এবং ঝড়ের বেগ বেশি হবে। দেখে নিন কোন জেলায় কত ঝড় হবে - 

আগামী ৪ ডিসেম্বর (শনিবার)

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। 

আগামী ৫ ডিসেম্বর (রবিবার)

১) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

২) নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামী ৬ ডিসেম্বর (সোমবার)

১) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ঝড় হতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

২) কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

বন্ধ করুন