বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cyclone Jawad Latest Update: আসতে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ, কী করবেন, কী করবেন না, দিঘায় প্রচার NDRF-র

Cyclone Jawad Latest Update: আসতে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ, কী করবেন, কী করবেন না, দিঘায় প্রচার NDRF-র

‌ঘূর্ণিঝড় ‘‌জাওয়াদ’‌ মোকাবিলায় দিঘা সমুদ্র সৈকত এলাকায় পৌঁছে গেল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল।

‌ঘূর্ণিঝড় ‘‌জাওয়াদ’‌ মোকাবিলায় দিঘা সমুদ্র সৈকত এলাকায় পৌঁছে গেল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। দিঘায় পৌঁছেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর (‌এনডিআরএফ)‌ সদস্যরা মাইকিং, সচেতনতা প্রচার শুরু করে দেয়। অন্যদিকে বিপর্যয় মোকাবিলায় সচেতনতা প্রচার শুরু করেছে এগরা ১ নম্বর ব্লক প্রশাসনও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘‌জাওয়াদ’‌ ওড়িশা–অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও এর বড় প্রভাব পড়তে পারে দিঘায়। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে শুক্রবার সকাল থেকেই দিঘা উপকূলবর্তী এলাকায় সচেতনতা প্রচার শুরু করে দিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এলাকার সাধারণ মানুষদের কী করতে হবে, কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, সে বিষয়ে সচেতন করে তুলতেই এই বিশেষ প্রচার চালানো হয়। এদিন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, কাল যেহেতু ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তাই এলাকার মানুষ যেন সমুদ্রের আশেপাশের এলাকায় না যান। পাশাপাশি যে সব মৎসজীবীর মাছ ধরতে গেছেন, তাঁরাও যেন ফিরে আসেন। কেউ যদি কোনও অসুবিধায় পড়েন, তাহলে যেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে জানান। তাহলে এনডিআরএফ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়বে।

এদিকে এগরা ১ নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকেও এলাকার মানুষদের কাছে সতর্কবার্তা জারি করা হয়েছে। এলাকায় লাগাতার মাইকিং চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত যে ফসল উৎপাদন হয়েছে, সেই ফসল যাতে ঘরে তোলা হয়, সেব্যাপারে সাধারণ মানুষকে জানানো হয়েছে। পাশাপাশি সবজি চাষ, পান চাষের ক্ষেত্রে জমিতে যাতে নালা কাটা হয়, সেই ব্যবস্থা করার কথাও বলা হয়েছে যাতে জমি থেকে জল বেরিয়ে যেতে পারে। পাশাপাশি এলাকায় সব রকমের ত্রাণ সামগ্রী মজুত রাখারও ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে।


বাংলার মুখ খবর

Latest News

'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.