বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাঝ রাতে পর পর ২ ভাইয়ের বাড়িতে পড়ল ডাকাত

মাঝ রাতে পর পর ২ ভাইয়ের বাড়িতে পড়ল ডাকাত

প্রতীকি ছবি

এর পর প্রতিবেশীদের ডাকেন ঘোষ পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

হুগলির হরিপালে পর পর ২ ভাইয়ের বাড়িতে ডাকাতি হল একই রাতে। শনিবার গভীর রাতে প্রায় ২ ঘণ্টা ধরে লুঠপাট চালায় ডাকাতরা। হাতে ছিল ধারাল অস্ত্র। ঘটনার তদন্ত শুরু করেছে হরিপাল থানার পুলিশ।

হরিপালের শ্রীপতিপুর গ্রামের বাসিন্দা আক্রান্ত সঞ্জয় ঘোষ ও রঙ্গন ঘোষের পরিবারের অভিযোগ, শনিবার রাত ১২টা নাগাদ বাড়িতে ডাকাত পড়ে তাদের বাড়িতে। গ্রিল, দরজা ভেঙে ঘরে ঢোকে ৫ ডাকাত। মুখ ছিল কালো কাপড়ে ঢাকা। ঢুকেই পরিবারের সদস্যদের মারধর শুরু করে তারা। হাতে ছিল ধারাল অস্ত্র। ফলে বাধা দেওয়ার সাহস দেখায়নি কেউ। প্রথমে সঞ্জয় ঘোষ ও পরে রঙ্গন ঘোষের বাড়িতে হামলা চালায় তারা। সব মিলিয়ে ২ বাড়ি থেকে প্রায় ১২ ভরি সোনার গয়না ও বেশ কিছু নগদ নিয়ে গিয়েছে তারা। রাত ২টো নাগাদ এলাকা ছাড়ে ডাকাতদল।

এর পর প্রতিবেশীদের ডাকেন ঘোষ পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল থানার পুলিশ। তবে ডাকাতদের শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা। এমনকী ডাকাতরা কোনও অচেনা ভাষায় কথা বলছিল বলে জানিয়েছেন তাঁরা।

 

বন্ধ করুন