বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা, দু'বেলাই দেওয়া যাবে পুজো

খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা, দু'বেলাই দেওয়া যাবে পুজো

দক্ষিণেশ্বর মন্দির। ফাইল ছবি

গত ১৫ মে থেকে করোনা বিধিনিষেধের জেরে বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। ৩৯ দিন পর ফের খুলল মন্দির।

তারাপীঠ – কালীঘাটের পর এবার খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। বৃহস্পতিবার সকাল ৭টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। তবে অন্যান্য জায়গার মতো এখানেও প্রবেশ করতে গেলে মানতে হবে করোনাবিধি।

গত ১৫ মে থেকে করোনা বিধিনিষেধের জেরে বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। ৩৯ দিন পর ফের খুলল মন্দির। অছি পরিষদের তরফে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে মন্দিরের দরজা। করোনাবিধি মেনে প্রবেশ করে দেওয়া যাবে পুজো। বিকেল ৩টেয় ফের মন্দিরের দরজা খুলবে। সন্ধ্যারতির পর বন্ধ হবে মন্দির। মন্দিরের দরজায় থাকবে ভক্তদের দেহের তাপমান পরিমাপের ব্যবস্থা। একসঙ্গে ২০ জনের বেশি ভক্তকে প্রবেশ করতে দেওয়া হবে না মন্দিরের ভিতরে। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধি।

এর আগে গত ৩ জুন খোলে তারকেশ্বর মন্দির। গত মঙ্গলবার থেকে খুলে গিয়েছে কালীঘাটের দরজা। এবার দক্ষিণেশ্বর মন্দিরও খুলে গেল ভক্তদের জন্য। তবে বেলুড় মঠ কবে খুলবে তা এখনো জানানো হয়নি।

 

বন্ধ করুন