বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dankuni Fire: দাবদাহে শুকিয়ে গিয়েছে সব জলাধার, ডানকুনিতে আগুন নেভাতে গিয়ে নাভিশ্বাস দমকলের

Dankuni Fire: দাবদাহে শুকিয়ে গিয়েছে সব জলাধার, ডানকুনিতে আগুন নেভাতে গিয়ে নাভিশ্বাস দমকলের

প্রতীকী ছবি

কারখানার এক আধিকারিক জানিয়েছেন, সকালে প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে কাজ হয়নি। আগুন আরও ছড়িয়ে পড়ছে দেখে দমকলে খবর দেওয়া হয়। তার পর দমকল এসে আগুন নেভায়।

টানা দাবদাহের জেরে খটখটে শুকনো রাজ্যের খানা, খন্দ, খাল, বিল। তারই মধ্যে চিপসের কারখানায় আগুন নেভাবে জলের অভাবে নাভিশ্বাস উঠল দমকলের। তাও হুগলির মতো জলাশয়বহুল জেলায়। মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ২ নম্বর জাতীয় সড়কের পাশে চাকুন্দিতে চিপসের কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সকালে চিপসের কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে পৌঁছয় দমকল। কিন্তু চিপস ও তার প্যাকেট দুই-ই সহজদাহ্য বস্তু হওয়ায় আগুন নেভাতে বেগ পান দমকল কর্মীরা। তার ওপর প্রচণ্ড গরমে শুকিয়ে গিয়েছে জাতীয় সড়কের পাশে সমস্ত জলাশয়। আগুনের সঙ্গে জলের অভাবের সঙ্গেও লড়তে হয় দমকল কর্মীদের। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার এক আধিকারিক জানিয়েছেন, সকালে প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে কাজ হয়নি। আগুন আরও ছড়িয়ে পড়ছে দেখে দমকলে খবর দেওয়া হয়। তার পর দমকল এসে আগুন নেভায়।

কী ভাবে কারখানাটিতে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। সঙ্গে কারখানায় অগ্নিসুরক্ষাবিধি মানা হয়েছিল কি না তারও তদন্ত হবে বলে জানা গিয়েছে। আগুনে প্রচুর প্যাকেটজাত আলুর চিপস নষ্ট হয়ে গিয়েছে।

 

বন্ধ করুন