দার্জিলিং হিল ম্যারাথন। এবার ১১তম বছরে পা দিচ্ছে। জিটিএ ও দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এই হিল ম্যারাথনের দিকে তাকিয়ে থাকেন অনেকেই। এমনকী অনেকে দার্জিলিং বেড়াতে যাওয়ার প্ল্যান করেন ওই সময়টাতে। অর্থাৎ ম্যারাথনে অংশ নেওয়াটাও হবে আবার দার্জিলিং ঘুরতে যাওয়াটাও হবে।
দার্জিলিং জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং প্রোগ্রামের আওতায় এই হিল ম্যারাথন ২০২৪। দেশ বিদেশের বহু প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেবেন। সেক্ষেত্রে ইতিমধ্য়েই তাঁরা এনিয়ে তাঁদের সম্মতি জানিয়েছেন। আর রেজিস্ট্রেশন করা থাকলে সেই ম্যারাথনে অংশ নিতে পারবেন আপনিও। নানা ধরনের পুরস্কারও থাকছে এই ম্যারাথনে।
আসলে মেলো টি ফেস্টের আওতায় এই দার্জিলিং হিল ম্যারাথনের আয়োজন করা হচ্ছে।
বিভিন্ন পর্যায়ে এই দার্জিলিং হিল ম্যারাথনের আয়োজন করা হচ্ছে।
কবে হবে এই দার্জিলিং হিল ম্যারাথন?
২২শে ডিসেম্বর ২০২৪ এই দার্জিলিং হিল ম্যারাথনের আয়োজন করা হচ্ছে।
২১ কিমি পর্যায়ে ম্যারাথন থাকছে। সেখানে পুরুষ, মহিলা সকলের জন্য এই ম্যারাথন খোলা থাকছে। অংশগ্রহণ করতে পারবেন আপনিও।
১০ কিমি পর্যায়ের একটি ম্যারাথন থাকছে। সেখানে সকলেই অংশ নিতে পারবেন। অর্থাৎ ওপেন টু অল।
৩৫-৪৫ বছর বয়সিদের মধ্য়ে ২১ কিমি পর্যায়ে একটি ম্যারাথন থাকছে। নির্দিষ্ট বয়স সীমার মধ্যে যারা থাকছেন তাঁরা এই ম্যারাথনে অংশ নিতে পারেন।
তবে বিস্তারিত জানার জন্য দার্জিলিং পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
দার্জিলিং হিল ম্যারাথনের রেজিস্ট্রেশন ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে। সোশ্য়াল মিডিয়ায় এই ম্যারাথনের পক্ষে অনেকেই প্রচার করছেন।
এদিকে শীতের মরসুমে অনেকেই দার্জিলিংয়ে বেড়াতে যান। সেক্ষেত্রে যারা ডিসেম্বরে দার্জিলিংয়ে যেতে চান তাঁরা ওই ম্যারাথনের সময়টা বেছে নিতেই পারেন।
পাহাড়ের আঁকাবাঁকা পথ। সেখান দিয়ে ম্যারাথন। চারপাশে অপরূপ দার্জিলিং। তার মাঝে ছুটবেন আপনি। যে অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি সেটা মনে থাকবে জীবনভর।
গত বছরেও এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষ অংশ নিয়েছিলেন। কেবলমাত্র দৌড়বীররা এই ম্যারাথনে অংশ নেন এমনটা নয়, প্রচুর সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষ এই ম্যারাথনে অংশ নেন।
এদিকে অনেকেই বড়দিনের ছুটিতে দার্জিলিং যান। তবে তার আগে যদি দার্জিলিংয়ে যেতে চান তবে তো বিরাট উৎসবের শরিক হতে পারবেন আপনিও। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনও।