দার্জিলিংয়ে বেড়াতে যাবেন আর টাইগার হিল দর্শন না করেই ফিরে আসতে হবে এটা হয় নাকি? কিন্তু ভরা পর্যটন মরসুমে এবার তেমনই আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে উঠেছে। দার্জিলিং পাহাড়ের গোর্খা একতা চালক সংগঠন এবার টাইগার হিল পর্যন্ত গাড়ি বন্ধ করে দেওয়া নিয়ে বড় হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, টাইগার হিলে যেতে গেলে বনদফতর, পর্যটন বিভাগ ও ট্রাফিক বিভাগকে টাকা দিতে হয়। কিন্তু সামগ্রিকভাবে টাইগার হিলে যাওয়ার পরিকাঠামোগত কোনও উন্নয়ন হয়নি।
সংগঠনের দাবি, অবিলম্বে এব্যাপারে সরকার উদ্যোগ না নিলে মঙ্গলবার থেকে আর কোনও গাড়ি টাইগার হিল পর্যন্ত তাঁরা চালাবেন না। এর জেরে পর্যটকরা মারাত্মক সমস্যায় পড়েন। কারণ দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া পর্যটকরা সাধারণত ভোররাতে গাড়ি নিয়ে বেরিয়ে যান টাইগার হিলের উদ্দেশ্যে। আসলে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার সুযোগটা মিস করতে চান না অনেকেই। কিন্তু মঙ্গলবার থেকে সেই সুযোগ আদৌ মিলবে কি না তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
সোমবার দার্জিলিংয়ে প্রেস মিট করে সংগঠনের তরফে সাগর রাই বলেন, আগে টাইগার হিলে পর্যটকদের কফি দেওয়া হত। বসে সূর্যোদয় দেখার ব্যবস্থা ছিল।লকডাউন খোলার পরে ফের পর্যটকরা আসতে শুরু করেছেন। এখন বনদফতর, পর্যটন দফতর, ট্রাফিক সবাই টাকা নিচ্ছে। আমরা বলছি টাইগার হিলের জায়গা কার? কিন্তু টাইগার হিলে কোনও পরিষেবা নেই। রাস্তার পরিস্থিতি ভয়াবহ। ওয়াশরুম নেই। ওয়াচটাওরাও তৈরি হচ্ছে না। আমরা দুদিন সময় দিয়েছি। তারপর বন্ধ থাকবে গাড়ি। তবে প্রশাসন ইতিমধ্যেই এনিয়ে খোঁজখবর শুরু করে দিয়েছে।