বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পুজোয় বাড়ছে টয় ট্রেন পরিষেবা, চালু থাকবে ডিসেম্বর পর্যন্ত

পুজোয় বাড়ছে টয় ট্রেন পরিষেবা, চালু থাকবে ডিসেম্বর পর্যন্ত

ফাইল ছবি

গত বছরের মতো এবারও পুজোয় দার্জিলিংয়ে লাগামছাড়া ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ট্রেনের টিকিট শেষ। হোটেলেও জায়গা নেই। আর দার্জিলিং গিয়ে টয় ট্রেন না চড়লে মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন না করার মতো পাপ হয়।

টয় ট্রেনের টিকিট শেষ, তাই পুজোয় দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। পুজোয় টয় ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। পুজোর শুরু থেকে জয় রাইডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। বাড়তে পারে দার্জিলিং - নিউ জলপাইগুড়ি পরিষেবার সংখ্যাও।

গত বছরের মতো এবারও পুজোয় দার্জিলিংয়ে লাগামছাড়া ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ট্রেনের টিকিট শেষ। হোটেলেও জায়গা নেই। আর দার্জিলিং গিয়ে টয় ট্রেন না চড়লে মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন না করার মতো পাপ হয়। তাই টয় ট্রেনের টিকিটের চাহিদাও তুঙ্গে। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি - দার্জিলিং টয় ট্রেনের টিকিট। দার্জিলিং - ঘুম জয় রাইডের টিকিটও শেষ হওয়ার পথে। এই পরিস্থিতিতে পুজোর শুরু থেকে জয় রাইডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

নয়েডার ছবি দেখে কলকাতায় ফিরেছে হুঁশ, কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর ফিরহাদ

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখপাত্র সব্যসাচী দে জানিয়েছেন, ১ অক্টোবর থেকে অতিরিক্ত জয় রাইড চালানো হবে। বর্তমানে দিনে ১টি ট্রেন NJP আসে। আরও একটি ট্রেন NJP পর্যন্ত চালানোর চিন্তাভাবনা চলছে। রংটং পর্যন্ত জঙ্গল সাফারিও বাড়ানো হতে পারে। ডিসেম্বর পর্যন্ত চলবে এই বাড়তি পরিষেবা।

 

বন্ধ করুন