বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সভায় মেয়েদের সংখ্যা কম কেন? মন্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের সুপারিশ TMC নেতার

সভায় মেয়েদের সংখ্যা কম কেন? মন্ত্রীকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের সুপারিশ TMC নেতার

অমল পান্ডা

আজকের অনুষ্ঠানে মহিলা ও পুরুষের সংখ্যা সমান সমান। কিন্তু মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। বোনেদের জন্য নানা প্রকল্প। তারপরও মহিলাদের সংখ্যা এত কম!

দলীয় জনসভায় মহিলাদের উপস্থিতি কম দেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। রাজ্যের তাবড় মন্ত্রীদের সামনে এই হুঁশিয়ারি দেন তিনি। তৃণমূল নেতার এই হুমকির চরম সমালোচনা করেছে বিজেপি।

বৃহস্পতিবার দাসপুরের সবুজ সংঘের মাঠে তৃণমূলের কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও শ্রীকান্ত মাহাতো। সেখানেই বেফাঁস মন্তব্য করেন দলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অমল পান্ডা। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা সুযোগ সুবিধা দিয়েছেন তা আমরা ভুলে গিয়েছি। আজকের অনুষ্ঠানে মহিলা ও পুরুষের সংখ্যা সমান সমান। কিন্তু মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। বোনেদের জন্য নানা প্রকল্প। তারপরও মহিলাদের সংখ্যা এত কম! আমি পূর্ণেন্দু দাকে বলব দিদির সঙ্গে কথা বলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। মেয়েদের সংখ্যা এত কম হলে চলবে কেন? আমি দুধ খাব কিন্তু গরু আমি পালব না, এটা হয়? ’

তৃণমূল নেতার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তাদের দাবি, মানুষের করের টাকায় ভাতা দিয়ে মানুষকে নিজেদের দাস বানাতে চাইছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি কোনও তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আসে? ঔদ্ধত্যের চরম সীমায় পৌঁছে গিয়েছে ওরা।

 

বন্ধ করুন