বাগনানে ফের উদ্ধার হল মৃত বাঘরোল। পরিত্যক্ত বাড়ির সামনে থেকে বাঘরোলটিকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাঘরোলটিকে পিটিয়ে মারা হয়েছে। বনদফতরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এর আগেও এই এলাকাতেই একইভাবে মৃত বাঘরোল পাওয়া গিয়েছে।
জানা যায়, হাওড়ার বাগনানের কানাইপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ির সামনে মৃত বাঘরোলটিকে পড়ে থাকেন গ্রামবাসীরা। এরপর তাঁরাই পরিবেশ কর্মীদের খবর দেয়। সেইসঙ্গে খবর দেওয়া হয় বন দফতরকেও। বনদফতরের কর্মীরা বাঘরোলটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। গ্রামবাসীরা জানিয়েছেন, মৃত বাঘরোলের পিঠে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এর থেকে মনে করা হচ্ছে, বাঘরোলটিকে পিটিয়ে মারা হয়েছে। বন দফতরের তরফে জানানো হয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গ্রামবাসীদের নানাভাবে সচেতন করা হয়। কিন্তু তা সত্বেও বন্যপ্রাণীদের পিটিয়ে মারার প্রবণতা রয়েছে। মৃত বাঘরোলটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই বোঝা যাবে, কীভাবে বাঘরোলটির মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের মধ্যে আরও বেশি করে সচেতনতা প্রচার করা প্রয়োজন যাতে এই ধরনের ঘটনা না ঘটে।
এর আগে গত জানুয়ারিতে তিনটি বাঘরোলকে পিটিয়ে মারার ঘটনা ঘটে। কালিকাপুরের ওই ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পরে তারা আদালত থেকে আগাম জামিন পেয়ে যান। বার বার এই ধরনের ঘটনায় পরিবেশ প্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, এই ধরনের ঘটনা যাতে আর না হয়, তার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।