শিলিগুড়িতে চা বাগান থেকে উদ্ধার হল একটি চিতা বাঘের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা বাগানের ১৮ নম্বর লাইনে ওই চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। কীভাবে চিতাবাঘের মৃত্যু হয়েছে তার কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ জানার জন্য চিতাবাঘের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘের দেহটি উদ্ধার করেন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটির বয়স তিন বছর এবং সেটি মহিলা। বেঙ্গল সাফারিতে চিতাবাঘের দেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
বনদফতর সূত্রের খবর, স্থানীয়রা চা বাগানে চিতাবাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারাই বনবিভাগে খবর দিলে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, চিতা বাঘের মৃতদেহে একটি ক্ষতচিহ্ন রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে বন আধিকারিকরা জানিয়েছেন।
উল্লেখ্য, দু’মাস আগে শিলিগুড়ি এলাকায় একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছিল। গত জানুয়ারি মাসে ওই চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার হয়। সে ক্ষেত্রে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু হয়েছিল শিলিগুড়ি মহকুমার বাগডোগরার সিঙ্গিঝোড়া চা বাগান সংলগ্ন এলাকার এশিয়ান হাইওয়েতে। যদিও ঘাতক গাড়িটির কোনও সন্ধান পাওয়া যায়নি। চিতাবাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন স্থানীয়রা বনবিভাগকে খবর দেন। তবে সে ক্ষেত্রে বনদফতরের অনুমান ছিল, রাস্তা পারাপার করার সময় গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছিল। দুমাস পর আবারও চিতা বাঘের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে। তবে এক্ষেত্রে চিতাবাঘের মৃত্যু ঘটনার সঙ্গে চোরাশিকারিরা জড়িত রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছেন না অধিকাররিকরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই ডুয়ার্সের তোতাপাড়া থেকে জালাপাড়াগামী রাস্তা থেকে আরও একটি চিতাবাঘের দেহ উদ্ধার হয়। সেক্ষেত্রেও গাড়ি ধাক্কায় মৃত ওই চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছিল। রাস্তা পারাপারের সময় চিতাবাঘটির মৃত্যু হয়েছিল বলে জানিয়েছিলেন বন আধিকারিকরা। চা বাগানের শ্রমিকরা সকালে চিতাবাঘের মৃত দেহ পড়ে থাকতে দেখে বনদফতরে খবর দেন। পরে বন আধিকারিকরা চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায়। সেক্ষেত্রও রাস্তা পারাপার করতে গিয়ে চিতাবাঘের মৃত্যু হয়েছিল বলে জানান বনকর্মীরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup