বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ডিয়ার লটারি থেকে সপ্তাহে ১০ কোটি টাকা তোলা তোলেন ভাইপো বন্দ্যোপাধ্যায়: সৌমিত্র

ডিয়ার লটারি থেকে সপ্তাহে ১০ কোটি টাকা তোলা তোলেন ভাইপো বন্দ্যোপাধ্যায়: সৌমিত্র

সৌমিত্র খাঁ। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

সৌমিত্র খাঁ বলেন, ‘ডিয়ার লটারি থেকে ভাইপো বন্দ্যোপাধ্যায় সপ্তাহে ১০ কোটি টাকা করে পান। তোলা হিসাবে এই টাকা দেওয়া হয় তাঁকে।’

ডিয়ার লটারি থেকে মাসে ৪০ কোটি টাকা তোলা তোলেন ভাইপো বন্দ্যোপাধ্যায়। এমনই বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। তৃণমূলের লটারি কেলেঙ্কারি নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন সৌমিত্র মন্তব্য তাতে নতুন মাত্রা যোগ করল।

এদিন সৌমিত্র খাঁ বলেন, ‘ডিয়ার লটারি থেকে ভাইপো বন্দ্যোপাধ্যায় সপ্তাহে ১০ কোটি টাকা করে পান। তোলা হিসাবে এই টাকা দেওয়া হয় তাঁকে।’

মঙ্গলবারই সিবিআই সূত্রে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, ১টি নয় অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ৪টি লটারির টাকা ঢুকেছে। এর মধ্যে অনুব্রতর অ্যাউন্টে ঢুকেছে ১০ লক্ষ টাকা। মেয়ে সুকন্যার অ্যাকাউন্টে ২ বার ৫০ লক্ষ টাকা করে ঢুকেছে। এর পরই লটারিকাণ্ডে তদন্তে আরও জোর দিয়েছে সিবিআই। এই কাণ্ডে তৃণমূলের আরও বেশ কয়েকজন নেতা ও তাদের পরিবারের সদস্যদের তলব করার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তৃণমূলের এক বিধায়কের স্ত্রীকে তলব করেছে সিবিআই। তিনিও কয়েক দিন আগে লটারি জিতেছিলেন। একই সঙ্গে অনুব্রতর আত্মীয় ও ঘনিষ্ঠরা আর কোনও লটারি জিতেছিলেন কি না তারও খোঁজ চালাচ্ছে সিবিআই।

গোয়েন্দাদের অনুমান, লটারির সাহায্যে কালো টাকা সাদা করেছেন অনুব্রত। এই কেলেঙ্কারিতে লটারি সংস্থাও যুক্ত থাকতে পারে বলে মনে করছে তারা। দরকারে তাদেরও জেরা করা হতে পারে বলে খবর সিবিআই সূত্রে। এখন দেখার লটারি কেলেঙ্কারির জল কতদূর গড়ায়।

 

বন্ধ করুন