বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Debangshu Bhattacharya on Mamata Banerjeee Vishnumata Comment: বাঁকুড়ায় পূজিত মমতার উল্লেখিত বিষ্ণুমাতা, দাবি দেবাংশুর

Debangshu Bhattacharya on Mamata Banerjeee Vishnumata Comment: বাঁকুড়ায় পূজিত মমতার উল্লেখিত বিষ্ণুমাতা, দাবি দেবাংশুর

মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)

Debangshu Bhattacharya on Mamata Banerjeee Vishnumata Comment: তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, 'বিষ্ণুমাতা হচ্ছেন মা লক্ষ্মীর উন্নততর ভার্সন।'

‘বিষ্ণুমাতা’ নিয়ে কম কটাক্ষের মুখে পড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য দাবি করলেন, বাঁকুড়ায় পূজিত হন মমতার উল্লেখিত ‘বিষ্ণুমাতা’। 

বিবিধ নিউজের একটি সাক্ষাৎকারে ‘বিষ্ণুমাতা’ নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে মমতা বলেন, ‘আমি একটাই কথা বলি, সিপিআইএম নিজেদের শিক্ষিত বলে দাবি করার পরও এইসব কাণ্ডগুলো করে, এটা খুব মুশকিলের। বিষ্ণুমাতা হচ্ছেন মা লক্ষ্মীর উন্নততর ভার্সন। যেমন আমরা শিবঠাকুরের অর্ধনারীশ্বর রূপ দেখেছি, বিষ্ণুমাতা হচ্ছেন এরকমই আদিশক্তির রূপ। গায়ত্রীর যে বিভিন্ন অষ্টতর শতনাম আছেন, তাঁদের মধ্যে এই বিষ্ণুমাতা আছেন।’

সঙ্গে দেবাংশু বলেন, ‘একটু তারা (সিপিআইএম) স্টাডি করে নিক। এরা কথায়-কথায় পড়াশোনা করতে বলে তো। এই যে বিষ্ণুমাতা নিয়ে ব্যঙ্গ করে, অথচ ওরা (সিপিআইএম) জানে না যে আজও গ্রামগঞ্জে বিষ্ণুমাতার পুজো হয়। এরা এগুলো যে বলে দেয় না, খিল্লি করে, মানুষ দেখেন যে সিপিআইএম বিষ্ণুমাতা নিয়ে হাসাহাসি করছে। আমরা তো বিষ্ণুমাতার পুজো করি।’ তিনি দাবি করেন, বাঁকুড়ার মানুষ বিষ্ণুমাতার আরাধনা করেন। 

(বিস্তারিত পরে আসছে)

বন্ধ করুন