বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দিদির দূত হয়ে গ্রামে গিয়ে এবার বিক্ষোভের মুখে দেবাংশু

দিদির দূত হয়ে গ্রামে গিয়ে এবার বিক্ষোভের মুখে দেবাংশু

বিক্ষোভকারীদের বোঝাচ্ছেন দেবাংশু।

এদিনই রামপুরহাটে দিদির দূত হয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বড়ঞায় একই রকম ভাবে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

দিদির দূত হয়ে গ্রামে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। শুক্রবার বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘর না পাওয়ায় কেন্দ্রের ওপর দায় ঠেলে কোনওক্রমে গ্রাম ছাড়েন দেবাংশু।

এদিন কুখুটিয়া গ্রামে পৌঁছলে গ্রামবাসীরা দেবাংশুকে ঘিরে ধরে অভিযোগ জানাতে থাকেন। অভিযোগ করেন, পাকা বাড়ির মালিকরা বাড়ি পেলেও কাঁচা বাড়ির মালিকরা বঞ্চিত। দেবাংশু তাঁদের বোঝান, কেন্দ্র বহুদিন ধরে টাকা দিচ্ছিল না। রাজ্য সরকার একার উদ্যোগে প্রকল্প চালাচ্ছিল। তাই ইচ্ছা থাকলেও বেশি ঘর বণ্টন করতে পারেনি সরকার।

বলে রাখি, এদিনই রামপুরহাটে দিদির দূত হয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন স্থানীয় সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বড়ঞায় একই রকম ভাবে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। চাকদায় বিক্ষোভের মুখে পড়েন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সব জায়গাতেই ওঠে আবাস যোজনার তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ।

তৃণমূলের দাবি, বিক্ষোভ কোথাও হয়নি। সাধারণ মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা বলতে গিয়ে অনেক সময় উত্তেজিত হয়ে পড়ে। সেসব অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। দল তা খতিয়ে দেখবে।

 

বন্ধ করুন