শীতই ‘সিজন’, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে চলত ডাকাতি, আরামবাগে ধৃত ১৪
১ মিনিটে পড়ুন . Updated: 27 Jan 2022, 07:28 PM IST- ৬০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপোর গয়না, চারটি আগ্নেয়াস্ত্র, ৩৬ রাউন্ড গুলি, ১৬টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে।
আরামবাগে ডাকাত দলকে আটক করে তাঁদের কাছ থেকে সোনা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। আটক ১৪ জনের ডাকাত দলের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে।
পুলিশ সূত্রে খবর, ১৪ জনের এই ডাকাত দলের চারজন মহিলা। ডাকাত দলের কাছ থেকে বহু জিনিস পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে নগদ এক লাখ টাকা। সেইসঙ্গে পাওয়া গিয়েছে ৬০০ গ্রাম সোনা, দেড় কেজি রুপোর গয়না। পাশাপাশি চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলিও পাওয়া গিয়েছে। একইসঙ্গে ১৬টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে। এছাড়াও ডাকাতদলের কাছ থেকে উন্নত মানের ডাকাতির সরঞ্জামও পাওয়া গিয়েছে।
ধৃতদের এদিন আদালতে তোলা হয়। আদালত ১৪ জনের মধ্যে ১০ জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত জারি রেখেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আটক হওয়া প্রত্যেকের বাড়ি উত্তরপ্রদেশে। কোন কোন জায়গায় তারা ডাকাতি করেছে, সে বিষয়ে জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, শীতের মরশুমে বিভিন্ন জায়গায় ডাকাতির ছক কষে থাকে। শহরাঞ্চলের পরিবর্তে মফঃস্বল এলাকায় ডাকাতি করে থাকে।