বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Deep Depression Heavy Rain Prediction: এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আরও এক নিম্নচাপের ভ্রূকুটি, ফের ভাসবে বঙ্গ?
Deep Depression Heavy Rain Prediction: এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আরও এক নিম্নচাপের ভ্রূকুটি, ফের ভাসবে বঙ্গ?
একটি নিম্নচাপ দূরলেও রয়েছে আরও এখটি নিম্নচাপ রেখা।... more
একটি নিম্নচাপ দূরলেও রয়েছে আরও এখটি নিম্নচাপ রেখা। এর জেরে আজও ভিজতে পারে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের পূর্বাভাস, মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি চলতে থাকবে। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। এরই মধ্যে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।
1/6নিম্নচাপটি এখন মধ্যপ্রদেশের একেবারে মাঝখানে রয়েছে। এই নিম্নচাপের উপর দিয়ে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশ হয়ে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে। এর ফলে আজও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (PTI)
2/6আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনাতে। তাছাড়া উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদিয়াতেও শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
3/6কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজকে থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি কমে গেলে ফিরতে পারে ভ্যাপসা গরম। আপাতত বৃষ্টি এবং মেঘলা আকাশের ফলে দক্ষিণবঙ্গবাসীকে গরম সহ্য করতে হচ্ছে না বিগত কয়েক দিন ধরে। তবে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে আবার দিনের তাপমাত্রা বাড়বে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/6এদিকে সমুদ্র এবং উপকূলীয় এলাকাতে আজও প্রবল বেগে বাতাস বইতে পারে। এর জেরে মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের উপকূলী এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/6বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের উপর থাকতে পারে। কলকাতায় গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৩.৫ মিলিমিটার। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রিম কম ছিল। (ছবি - পিটিআই) (PTI)
6/6বর্ষা কবে চাঙ্গা হবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত সেই সম্ভাবনা নেই। আগামী তিন-চারদিন কোনও নয়া ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা যাচ্ছে না।এদিকে আগামী সপ্তাহে রাজ্যে ফের হানা দিতে পারে নিম্নচাপ। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার তথ্য অনুযায়ী, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। যা মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশা উপকূল দিয়ে নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)