বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Deep Depression Rain in Bengal: ঘূর্ণাবর্তের তৈরি হতেই কালো মেঘে ঢাকতে চলেছে আকাশ, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে
Deep Depression Rain in Bengal: ঘূর্ণাবর্তের তৈরি হতেই কালো মেঘে ঢাকতে চলেছে আকাশ, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে
বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তা গভীর নি... more
বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী কয়েকদিনে। তার আগে আজ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
1/5আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। সোমবারের সকালে ঝলমলে রোদ দেখা গেলেও বেলা গড়াতেই কালো মেঘে ঢেকে যেতে পারে দক্ষিণবঙ্গের আকাশ। কলকাতায় আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তর ২৪ পরগনায়।
2/5একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে। মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্তটি কিছুটা পশ্চিম দিকে এসে পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি আসবে। তারপর এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
3/5হাওয়া অফিস অবশ্য বঙ্গবাসীকে অভয় দিয়ে জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাব মূলত ওড়িশার উপরই পড়বে। দক্ষিণবঙ্গেও এর কিছুটা প্রভাব পড়বে। দু'এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুর্যোগের পরিস্থিতি তৈরি হবে না বলেই আশা করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, ২০ তারিখ নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে ২১ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি। এর জেরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
4/5নিম্নচাপের ফলে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন চার দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
5/5সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ডিগ্রি সেসলিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরীতে।