কয়েক ঘণ্টা আগে তৃণমূল কংগ্রেস যোগের অভিযোগ করেছিল বিজেপি। এবার পালটা দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় অভিযুক্ত আনসার শেখের সঙ্গে গেরুয়া শিবিরের যোগ থাকার ‘প্রমাণ’ দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের প্রথমসারির একাধিক নেতা আনসারের সঙ্গে বিজেপি ‘সংস্রবের’ ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করলেন।
আনসারের সঙ্গে বিজেপির যোগের 'প্রমাণ' হিসেবে শুক্রবার টুইটারে একাধিক ছবি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় লেখেন, 'আমি বিশ্বাস করি যে বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। অপরাধীদের অবশ্যই উপযুক্তভাবে শাস্তি দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে জড়িত আনসার।'
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আনসারের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। তারপর হলদিয়ার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে আনসারের ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, সাদা পোশাকে খোশমেজাজে তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিয়ে বসে আছে আনসার। ওদিকে আনসারের হাঁটুতে হাত দিয়ে বসে রয়েছেন তৃণমূল কাউন্সিলর। যদিও ছবি নিয়ে আজিজুল দাবি করেন, ‘কত লোকই তো ছবি তোলেন। আনসারকে আমি চিনি। এখানে আড্ডা দেয়। আমার সঙ্গে ছবি তুলেছে তো কী হয়েছে? শুভেন্দু অধিকারীর সঙ্গেও তো সাদ্দামের ছবি রয়েছে।’
এই ছবি নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘আনসার কার লোক সেদিকে যাব না। পেশাদার দুষ্কৃতকারী - মাফিয়ারা যারা ক্ষমতায় থাকে, তাদের জন্য লড়াই করে, রিগিং করে। ক্ষমতার কাছাকাছি থেকে সুবিধা লাভ করার চেষ্টা করে তারা। ওর গলার চেন দেখেছেন আপনারা? কত ভরি সোনার চেন পরে আছে। তার এখানে বাড়ি, ওখানে বাড়ি, টাকা এল কোথা থেকে? একটা লোক রাতারাতি সৎ পথে ওরকম টাকা কামিয়েছে? প্রশাসনের সুযোগ-সুবিধা নিয়ে টাকা কামিয়েছে আর এই সরকারকে রাখার দায়িত্ব নিয়েছে। যদি কোনওদিন সরকার পরিবর্তন হয় এরাও পালটে যাবে।’