উলটো রথের অনুষ্ঠানে যোগদান করেও তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার হাওড়ার সাঁকরাইলের নবঘরায় উলটো রথের অনুষ্ঠানে যোগদান করে তিনি বলেন, ‘তৃণমূলে মুষল পর্ব শুরু হয়েছে। ওরা এভাবেই ধ্বংস হয়ে যাবে।’ সুকান্তবাবু যখন একথা বলছেন তখন তাঁর পাশে বসে বিজেপির বিদ্রোহী নেতা দিলীপ ঘোষ।
আরও পড়ুন - ‘কেষ্ট তো জেলে! আমরা জিতলাম? ইডি-সিবিআই দিয়ে জেতা যাবে না,’ হুঁশ ফেরালেন সুকান্ত
পড়তে থাকুন - কুলতলিতে সাদ্দামের খাট সরাতেই বেরিয়ে এল গোপন সুড়ঙ্গ, মিশেছে খালে! হতবাক পুলিশ
সোমবার সন্ধ্যায় সাঁকরাইলের নবঘরায় গৌড়ীয় মঠের উলটো রথযাত্রায় অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, ‘যদু বংশ ধ্বংসের সময় মুষল পর্ব শুরু হয়েছিল। তৃণমূলেও তাই শুরু হয়েছে। এভাবেই দলটা শেষ হয়ে যাবে।’
রাজ্যে সবজির দাম বৃদ্ধির জন্য এদিন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, ‘দেশের বিভিন্ন রাজ্য পেট্রোপণ্যের দাম কমিয়েছে। আর এই রাজ্যে এক টাকা অতিরিক্ত কর বসানো হয়েছে। গ্রাম থেকে এই গাড়িতেই সবজি, অনাজ শহরে আসে। তাই জ্বালানির দাম না কমালে সবজির দাম কমবে না। টাস্ক ফোর্স দিয়েও কমবে না।’
সোমবারের অনুষ্ঠান থেকে সুকান্তবাবু সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সরাসরি রিগিংয়ের অভিযোগ তুলে বলেন, ‘কিছুদিন আগে যে যে আসনে লোকসভা ভোটে বিজেপি এগিয়ে ছিল, কয়েকদিনের মধ্যে তৃণমূল কোন কাজ করলো যে মানুষ তাদের ভোট দিল। এটা আসলে রিগিং, ছাপ্পা ভোটের পরিণাম। আগে হুগলির আরামবাগ আসনে সিপিএমের নেতা অনিল বসু তিন চার লক্ষের বেশি ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চাৎদেশ দেখানোর কটূক্তি করতো। আর এখন অনিল বসু সহ সিপিএমকেই খুঁজে পাওয়া যায় না। তৃণমূলেরও তার চেয়েও আরও খারাপ পরিস্থিতি হবে। না হলে একেকটি বুথে বিজেপি দুটি তিনটি ভোট পায়। এটা আগে সিপিএম করতো, এখন তৃণমূল করছে।’
আরও পড়ুন - চলতি সপ্তাহ থেকে পোলট্রি মুরগি আসবে না বাজারে,পুলিশের জুলুম, আন্দোলনে ব্যবসায়ীরা
সোমবারের উল্টোরথ যাত্রার অনুষ্ঠানে সুকান্তর সঙ্গে প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন। যদিও সাংবাদিকদের সামনে কোনো বিষয়েই তিনি মুখ খুলতে চাননি।