বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মমতার ছবি টাঙিয়ে ‘বঞ্চিত তৃণমূল কর্মী সম্মেলন,’ কেলেঙ্কারি কুলটিতে

মমতার ছবি টাঙিয়ে ‘বঞ্চিত তৃণমূল কর্মী সম্মেলন,’ কেলেঙ্কারি কুলটিতে

বঞ্চিত তৃণমূল কর্মী সম্মেলন। প্রতীকী ছবি

তাঁদের একাংশের মতে দলের পুরানো নেতা কর্মীদের গুরুত্ব দেওয়ার জন্য় দলের ওপরমহল থেকে বার বারই বলা হয়েছে। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয়নি। এখনও তারা বঞ্চিত। সেই বঞ্চনার বিরুদ্ধে এদিন ফুঁসে ওঠেন তাঁরা। তাঁদের জেলার ক্ষমতাসীন গোষ্ঠীর নেতারাই এর পেছনে রয়েছেন।

গোটা বাংলা জুড়ে নানা বঞ্চনার কথা শোনা যায়। রাজ্য সরকার অভিযোগ তোলে কেন্দ্রীয় বঞ্চনার কথা। চাকরিপ্রার্থীরা বলেন নিয়োগে বঞ্চনার কথা। রাজ্য সরকারি কর্মীরা অভিযোগ করেন ডিএ বঞ্চনার কথা। কিন্তু বঞ্চিত তৃণমূল কর্মী সম্মেলনের কথা কোনওদিন শুনেছেন? এবার সেটাও দেখল বাংলা। পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটিতে একেবারে চমকে দেওয়া ছবি। ব্যানারে জ্বল জ্বল করছে লেখা বঞ্চিত তৃণমূল কর্মী সম্মেলন। আয়োজকদের দাবি, প্রকৃত অর্থেই তাঁরা বঞ্চিত। সেকারণেই এই সম্মেলন।

তবে বিক্ষুব্ধদের এই সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন জেলা নেতৃত্ব। জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন কলকাতা থেকে মনোনীত হয়েছে। গুরুত্ব সবাইকেই দেওয়া হয়। তবে যাঁদের সভা করলেন, তাঁদের গত পুরসভা নির্বাচনে বিজেপির সঙ্গে মিলে কাজ করতে দেখা গিয়েছিল। দলের জন্য় যারা কাজ করবেন, দল তাঁদের পাশেই থাকবে। পরিষ্কার জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, জেলা নেতৃত্বের বিরুদ্ধে তাদের নানা ক্ষোভ। সেই ক্ষোভই এদিন তারা প্রকাশ করেন। তাঁদের একাংশের মতে, দীর্ঘদিন ধরেই তারা তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূলের দুর্দিনে তারা দলের সঙ্গে ছিলেন। কিন্তু তাদেরই কোনও গুরুত্ব দেয় না দল। দলের পুরানো নেতা কর্মীদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে বলে তাদের অভিযোগ।

এদিকে তাঁদের একাংশের মতে দলের পুরানো নেতা কর্মীদের গুরুত্ব দেওয়ার জন্য় দলের ওপরমহল থেকে বার বারই বলা হয়েছে। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছু হয়নি। এখনও তারা বঞ্চিত। সেই বঞ্চনার বিরুদ্ধে এদিন ফুঁসে ওঠেন তাঁরা। তাঁদের জেলার ক্ষমতাসীন গোষ্ঠীর নেতারাই এর পেছনে রয়েছেন। তারাই কোনওভাবেই দলের পুরানো নেতা কর্মীদের গুরুত্ব দিতে চান না।

এদিকে সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে তুমুল শোরগোল কুলটি জুড়ে। একেবারে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল। একদল বিক্ষুব্ধ তৃণমূল কর্মী সরাসরি নিজেদের বঞ্চিত তৃণমূল কর্মী বলে উল্লেখ করেছেন। তবে জেলা তৃণমূল নেতৃত্ব এই বঞ্চিত তৃণমূলীদের বিশেষ গুরুত্ব দিতে রাজি নন।

প্রসঙ্গত এর আগে কোচবিহারে বঞ্চিত তৃণমূলীদের মঞ্চে অনেকেই জড়়ো হয়েছিলেন। তারাও একইভাবে জেলা তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে সরব হতেন। কিন্তু সেটা ধোপে টেকেনি। কালক্রমে সেই মঞ্চ হারিয়ে গিয়েছিল। তবে বর্তমানে এই কুলটির বঞ্চিত তৃণমূলীদের মঞ্চ বাস্তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না সেটাই এখন দেখার।

 

বাংলার মুখ খবর

Latest News

Mango Benefits: আম স্বাদ ও স্বাস্থ্যের ভাণ্ডার, আম খেলে কী কী উপকার পাবেন দেখুন হেলথ ফুড ক্যাটাগরি থেকে বাদ পড়ল হরলিক্স! ছোটদের জন্য আর স্বাস্থ্যকর নয় এটি? দশম শ্রেণিতে ৯৩.৫% নম্বর দেখে অজ্ঞান শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি সন্দেশখালির ছায়া আমতায়, রাতে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ TMCর বিরুদ্ধে জন্মদিনে মেয়ের সামনেই শোভনের গালে আলতো চুমু, পা ছুঁয়ে প্রণামও করলেন বৈশাখী ‘‌সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে’‌, কল্যাণকে এবার কড়া জবাব দিলেন কাঞ্চন ১৫ বছরের অপেক্ষা শেষ, ৮০০ জনকে প্রাথমিকে নিয়োগ দিতে নির্দেশ আদালতের Pakistan বনাম New Zealand ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের!

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.