বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড বা ভাগাড়ে মিথেন গ্যাস বিস্ফোরণের ফলে ইতিমধ্যেই হাওড়া পুরসভার জলের পাইপলাইন ফেটে গিয়েছে। তারফলে ব্যাহত হয়েছে জল সরবরাহ। তা নিয়ে ইতিমধ্যেই জলকষ্টে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তারমধ্যেই ডাম্পিং গ্রাউন্ডে একের পর এক ধস নামায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এরফলে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় রাস্তা ও বাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। তারফলে বিদ্যুৎহীন হয়ে রয়েছে এলাকাটি। ইতিমধ্যেই নিরাপত্তার কথা ভেবে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়ে দিয়েছে পুরসভা। রাজ্যের মন্ত্রী অরূপ রায় আশ্বাস দিয়েছেন, ভাগাড় সরানো হবে। (আরও পড়ুন: রক্তাক্ত কোয়েটা, গ্রেফতার মাহরাং, বালোচিস্তানে 'বাংলাদেশের ভুল' পাকিস্তানের?)
আরও পড়ুন: বর্জ্যের স্তূপে বিস্ফোরণ, ফেটে গেল পাইপ লাইন, একাধিক ওয়ার্ডে ব্যাহত জল সরবরাহ
স্থানীয়দের দাবি, একের পর এক ধস নেমেছে ভাগাড় এবং সংলগ্ন এলাকায়। রাস্তায় ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। তার প্রভাব পড়েছে বেশ কয়েকটি বাড়িতেও। শনিবার সেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অরূপ রায়। তিনি এই ঘটনাকে বিপর্যয় বলে মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘এখানে রাস্তার পাশাপাশি বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। বাসিন্দারা এখানে ১০০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। এটা একটা বিপর্যয়। যেহেতু বাসিন্দা দীর্ঘদিন ধরেই রয়েছেন তাই সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল।’ (আরও পড়ুন: নির্ধারিত সময়ের ২ বছর পর HAL-এর হাতে তেজসের প্রথম F-404 ইঞ্জিন তুলে দেবে GE)
আরও পড়ুন: লাদাখে নতুন ২ কাউন্টি তৈরি চিনের, জবাবে কী করছে ভারত? সংসদে যা বলল সরকার…
মন্ত্রী জানান, কী করা যায় তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কী পদ্ধতিতে ভাগাড় এখান থেকে সরানো যায় সে বিষয়ে আলোচনা করা হবে। জমি ফাঁকা করে অন্য কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। অরূপ রায়ের বক্তব্য, এই ধরনের বিপর্যয় হয়েছে মানুষের জন্য কাজ করতে গিয়ে। সরকার চিন্তা ভাবনা করছে কীভাবে তাঁদের পাশে থাকা যায়, কীভাবে সমস্যাগুলি দূর করা যায়। তিনি জানান, ইতিমধ্যেই মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের নিরাপদে সরানো হয়েছে। সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তাঁদের জন্য কী ব্যবস্থা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, ‘আমি এসে আপাতত এলাকা দেখে গেলাম।’
আরও পড়ুন: এবার ইউনুসের বিরুদ্ধে 'বিদ্রোহ' মাহফুজ আলমের? বাংলাদেশি উপদেষ্টা বললেন...
প্রসঙ্গত, গতকালের তুলনায় আজও সকালেও একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৩০ টি পরিবারকে সেখান থেকে সরিয়ে পার্শ্ববর্তী স্কুল এবং ক্লাবে রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, আগে এই ভাগাড়ে গ্যাস বের করার জন্য একটি পাইপ লাইন ছিল। তবে সম্প্রতি সেই পাইপ লাইনটি চাপা পড়ে গিয়েছে। যার ফলে গ্যাস বের হতে পারছে না। আর সেই কারণে এই ধরনের বিপর্যয় ঘটছে। তাঁরা এই সমস্যার সমাধান চান।