বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Jamuria steel factory: আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

Jamuria steel factory: আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

আশ্বাস সত্ত্বেও মেলেনি চাকরি, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

জামুরিয়ার অন্তর্গত ধসলগ্রামে এই বেসরকারি ইস্পাত কারখানা গড়ে উঠেছে। সেই কারখানা তৈরির সময় গ্রামবাসীদের অনেকে জমি দিয়েছিলেন। তখন জমিদাতা তো বটেই স্থানীয়দের চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। এছাড়াও বলা হয়েছিল এলাকার উন্নয়ন হবে। কারখানা কর্তৃপক্ষ প্রায় আড়াই বছর ধরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আসছে।

আসানসোলের জামুরিয়ায় একটি ইস্পাত কারখানা গড়ে উঠেছে। সেই কারখানার ইউনিটে ইতিমধ্যেই উৎপাদন শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কারখানায় নিয়োগ করা হয়েছে ৭০০ জনকে। আর তাতেই ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, কারখানা চালুর আগে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল চাকরি দেওয়া হবে। কিন্তু, সেই জায়গায় ভিন রাজ্যের বাসিন্দাদের চাকরি দেওয়া হয়েছে। স্থানীয়দের কাউকে চাকরি দেওয়া হয়নি। এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: চাকরি চেয়ে স্টিল কারখানার সামনে বিক্ষোভ, রঘুনাথপুরে আহত IC সহ একাধিক পুলিশ

জানা গিয়েছে, জামুরিয়ার অন্তর্গত ধসলগ্রামে এই বেসরকারি ইস্পাত কারখানা গড়ে উঠেছে। সেই কারখানা তৈরির সময় গ্রামবাসীদের অনেকে জমি দিয়েছিলেন। তখন জমিদাতা তো বটেই স্থানীয়দের চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল। এছাড়াও বলা হয়েছিল এলাকার উন্নয়ন হবে। কারখানা কর্তৃপক্ষ প্রায় আড়াই বছর ধরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আসছে। এছাড়াও, গ্রামে রাস্তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে সেই আশ্বাস পূরণ হয়নি বলেই অভিযোগ।

শুধু তাই নয়, কারখানার কারণে চাষবাসেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযোগ, গ্রামের বেশ কিছু চাষ যোগ্য জমি কারখানা এলাকার মধ্যে রয়েছে।  তবে কারখানা চালু হওয়ার পর সেই জমিগুলিতে চাষের কাজে সমস্যা হচ্ছে। জলমগ্ন হয়ে পড়ছে। তাছাড়া, কারখানার পাশ দিয়ে নদীর অনেকটা অংশ চলে যাওয়ায় চাষযোগ্য জমি জলমগ্ন হয়ে পড়ছে। 

স্থানীয়দের অভিযোগ, কারখানার একটি ইউনিটে কাজ শুরু হয়েছে। কিন্তু, আশ্বাস সত্ত্বেও বাইরে থেকে নিয়োগ করা হয়েছে। মূলত তাতেই ক্ষোভ স্থানীয়দের।  এই ঘটনায় ইতিমধ্যেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে  জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জমা দিয়েছেন স্থানীয়রা। এবিষয়ে জামুরিয়ার বিডিও জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষ সিদ্ধান্ত নেবে। তাদের সবকিছু জানানো হবে। তবে চাকরি না পাওয়ায় হতাশ গ্রামবাসীরা। তাদের বক্তব্য, চাষের জমির তাদের সম্বল ছিল। চাকরির আশাতে সেই জমি তারা কারখানা কর্তৃপক্ষকে দিয়েছিলেন। কিন্তু, চাকরি না পাওয়ায় এখন কীভাবে তারা সংসার চালাবেন তা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.