ফের অশান্তি ছড়াল বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পকে কেন্দ্র করে। দফায় দফায় আন্দোলন করলেন সেখানকার অধিবাসীরা। প্রস্তাবিত কয়লাখনি প্রকল্পের জন্য গতকাল একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূলত সেই অনুষ্ঠানকে ঘিরে ঝামেলার সূত্রপাত। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। কার্যত তীর-ধনুক নিয়ে তারা রাস্তা অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকেও।
সূত্রের খবর, দেউচা পাচামি প্রকল্পের জন্য দেওয়ানগঞ্জ এলাকার জমিহারা পরিবারকে চাকরি, পাট্টা এবং চেক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। সেইমতোই গতকাল এর জন্য সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ব, প্রশাসনিক কর্তারা ছিলেন। আদিবাসীদের অভিযোগ, এই অনুষ্ঠানে বেশ কয়েকজন বহিরাগত এসেছিলেন। মূলত তারই প্রতিবাদে এই অবরোধ করেছিলেন আদিবাসীরা। তাদের বক্তব্য, কোনওভাবে বহিরাগতদের আনা যাবে না।
আদিবাসীদের বিক্ষোভ রুখতে তাদের সঙ্গে আলোচনা চালান প্রশাসনিক কর্তারা। কিন্তু তারপরেও কোনও ফল পাওয়া যায়নি। দেওয়ানগঞ্জ, মথুরা পাহাড়ি প্রভৃতি এলাকায় দফায় দফায় চলে বিক্ষোভ। এমনকি, বিক্ষোভের জেরে জেলার পুলিশ সুপার নাগেন্দ্রনাথ ত্রিপাঠিও গ্রামের ভিতরে প্রবেশ করতে পারেননি। ফলে শেষমেষ সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়।