বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দুর্নীতির রাজনীতি বুঝি না, যেটা ভুল সেটা ভুল, আবাস দুর্নীতি নিয়ে বললেন দেব

দুর্নীতির রাজনীতি বুঝি না, যেটা ভুল সেটা ভুল, আবাস দুর্নীতি নিয়ে বললেন দেব

সাংসদ দেব।

প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, দেবের মন্তব্যকে স্বাগত। এর আগে তৃণমূল নেতারা কোটি কোটি টাকা কাটমানি ফেরত দিয়েছেন। এবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে।

যাদের পাকা বাড়ি আছে তারা ঘর পাচ্ছে, যারা সত্যিই গরিব তারা পাচ্ছে না, আমার মনে হয় এটা ভুল। ঘাটালে দাঁড়িয়ে আবাস দুর্নীতি নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ দেব। দেবের মন্তব্যকে স্বাগত জানিয়েছে বিরোধীরা।

সোমবার ঘাটালে তৃণমূলের কর্মসূচিতে যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘আমার দল করুক বা অন্য কেউ করুক, যেটা ভুল সেটা ভুল। যারা সত্যিই গরিব মানুষ, যাদের বাড়ি নেই, মাথার ওপর ছাদ নেই। তাদের পাওয়া উচিত। যাদের পাকা বাড়ি তারা পেয়ে যাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই তারা পাচ্ছে না। আমার মনে হয় এটা ভুল হয়েছে’।

প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, দেবের মন্তব্যকে স্বাগত। এর আগে তৃণমূল নেতারা কোটি কোটি টাকা কাটমানি ফেরত দিয়েছেন। এবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠছে। যে কোনও মানুষ যে তৃণমূলের সুবিধা নেয়নি সে-ই এর বিরোধিতা করবে।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, এতে বোঝা যাচ্ছে দেবের শিল্পীসত্ত্বা জীবিত রয়েছে। কিন্তু মুশকিল হল উনি তৃণমূল সাংসদ হওয়ায় বারবার অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। শুধু উনি নন এরকম সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই।

 

বন্ধ করুন