একে তো সকাল থেকে আকাশের মুখ ভার। মুষলধারে বৃষ্টি হচ্ছে মাঝেমধ্য়েই। তার মধ্যেই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায় প্রবল ঝড়। স্থানীয় সূত্রের খবর, একেবারে টানা ঝড় হয়েছে এমনটা নয়। কোথা থেকে যেন দমকা হাওয়া এল। মোটামুটি ৩০ সেকেন্ডের মধ্যে সব শেষ করে দিল।
স্বরূপনগরের তারণিপুর গ্রামে এই ঝড়ের তাণ্ডব। চারদিক একেবারে তছনছ হয়ে গিয়েছে। একাধিক বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। প্রচুর গাছের ডাল ভেঙে গিয়েছে। সেই সঙ্গে প্রচুর জমির ফসলও নষ্ট হয়েছে বলে খবর। সব মিলিয়ে একেবারে বিপর্যস্ত অবস্থা।
সূত্রের খবর, শুক্রবার বিকালে আচমকাই ঝড় ওঠে। একেবারে প্রবল ঝড়। এলাকায় বেশিরভাগ মানুষই কৃষি কাজের সঙ্গে যুক্ত। টিনের চালার একের পর এক বাড়ি। প্রবল ঝড়ে একাধিক টিনের চালা উড়ে যায়। পেঁপে, ধান, পটল, কলা সহ বিভিন্ন ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা ধান ক্ষেত, কলার বাগান ঝড়ে নষ্ট হয়ে গিয়েছে। বাসিন্দারা কার্যত পথে বসে গিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, আচমকাই ঝড় উঠল। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। প্রবল গতিতে হাওয়া বইছিল। পেঁপে গাছ, কলাগাছ ভেঙে পড়তে থাকে। এদিকে ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেব্যাপারে খোঁজখবর নিচ্ছে প্রশাসন।