বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > পাহাড়ে ফের লাইনচ্যূত টয় ট্রেন

পাহাড়ে ফের লাইনচ্যূত টয় ট্রেন

লাইনচ্য়ূত টয় ট্রেন।

শনিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৩০ জন যাত্রী নিয়ে চলতে শুরু করেছিল দার্জিলিংগামী টয় ট্রেন। তিনধারিয়ার কাছে একটি বাঁকের ওপর ট্রেনের ডিজেল ইঞ্জিনের ৪টি চাকা বেলাইন হয়।

ফের পাহাড়ে লাইনচ্যূত টয় ট্রেন। শনিবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেন তিনধারিয়ার কাছে লাইনচ্যূত হয়। ঘণ্টাখানেকের মধ্যে লাইনচ্যূত ইঞ্জিনটিকে ফের লাইনে বসিয়ে শুরু হয় যাত্রা। এই ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছাড়ায়।

শনিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৩০ জন যাত্রী নিয়ে চলতে শুরু করেছিল দার্জিলিংগামী টয় ট্রেন। তিনধারিয়ার কাছে একটি বাঁকের ওপর ট্রেনের ডিজেল ইঞ্জিনের ৪টি চাকা বেলাইন হয়। দাঁড়িয়ে পড়ে ট্রেন। খবর যায় তিনধারিয়া ওয়ার্কশপে। সেখান থেকে কর্মীরা গাড়ি নিয়ে গিয়ে ইঞ্জিনটিকে ফের লাইনের ওপরে বসান।

গত মাসে সোনাদার কাছে লাইনচ্যূত হয়েছিল দার্জিলিংমুখি টয় ট্রেন। ফের একই ঘটনায় টয় ট্রেনের নিরাপত্তা ও লাইনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। তবে কোনো ঘটনাতেই কেউ হতাহত হননি।

 

বন্ধ করুন