বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তৃণমূলি কোন্দলের মডেল ডায়মন্ড হারবারে, MLAর বাড়ির সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের

তৃণমূলি কোন্দলের মডেল ডায়মন্ড হারবারে, MLAর বাড়ির সামনে বিক্ষোভ দলীয় কর্মীদের

তৃণমূল বিধায়কের বাড়ির সামনে তৃণমূলেরই বিক্ষোভ।

বিক্ষোভকারীদের অভিযোগ, দিদির দূত কর্মসূচিতে তাদের ডাকছেন না বিধায়ক। নিজের অনুগামীদের নিয়েই কর্মসূচি পালন করছেন তিনি। এর ফলে দলের একাংশের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে।

সারা রাজ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের মডেল এবার প্রকাশ্যে এল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারেও। দলীয় কর্মীদের একাংশের প্রতি বঞ্চনা ও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের নেতা - কর্মীরাই। যদিও বিধায়কের দাবি, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। বিক্ষোভ যারা দেখিয়েছেন তাদের কাউকে তৃণমূল কর্মী হিসাবে চেনেন না তিনি।

শুক্রবার ডায়মন্ড হারবার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। দলের পতাকা নিয়ে স্লোগান তোলেন তাঁরা। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে এলাকা ফাঁকা করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দিদির দূত কর্মসূচিতে তাদের ডাকছেন না বিধায়ক। নিজের অনুগামীদের নিয়েই কর্মসূচি পালন করছেন তিনি। এর ফলে দলের একাংশের মধ্যে ক্ষোভ ছড়াচ্ছে। সঙ্গে তাঁদের অভিযোগ, এলাকায় আবাস যোজনায় একাধিক দুর্নীতি হয়েছে। যোগ্য প্রাপকদের বাদ দিয়ে ঘর দেওয়া হয়েছে পাকা বাড়ির মালিকদের। এমনকী রাস্তাঘাট নিয়েও অভিযোগ করেন তাঁরা।

পালটা বিধায়ক সংবাদমাধ্যমকে বলেন, ‘যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের কাউকে তৃণমূল কর্মী বলে চিনি না। তৃণমূল কর্মী হলে তাদের অভিযোগ আমাকে সরাসরি জানাতেন। বাড়ির সামনে বিক্ষোভ দেখাতেন না। এটা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা।’

 

বন্ধ করুন