বাংলা নববর্ষের পরেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করা হবে। বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অক্ষয় তৃতীয়ায় (৩০ এপ্রিল) দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোও দিঘার মন্দিরে ধ্বজা থাকবে। পুরীতে যাঁরা ধ্বজা তোলেন, তাঁদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগামী বছরের রথ শুরু হবে দিঘার জগন্নাথ মন্দিরে। যে সোনার ঝাড়ু ব্যবহার করা হয়, সেটার জন্য নিজের অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুরীর সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের তুলনা টানলেন না মমতা
তবে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দিঘার তুলনা টানতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজাদের সময় পুরীর মন্দির তৈরি হয়েছিল। দিঘার মন্দির তৈরি করেছে রাজ্য সরকার। রাজ্যের তরফেই পুরো অর্থ দেওয়া হয়েছে। আলাদা-আলাদা ভোগরুম, গেস্টরুম, স্টোররুম আছে। পুজো দেওয়ার জন্য পৃথক পুজো ঘর থাকছে।
দিঘার জগন্নাথ মন্দিরের কী কী বিশেষত্ব থাকছে?
১) মুখ্যমন্ত্রী: ২০০ একর জায়গায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে।
২) মুখ্যমন্ত্রী: ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। যে কাজ বাকি আছে, সেটা তিন মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। হিডকো দারুণ কাজ করেছে।
৩) মুখ্যমন্ত্রী: জগন্নাথ দেবের কাঠ এবং পাথরের মূর্তি থাকবে।
৪) মুখ্যমন্ত্রী: মন্দিরের প্রবেশদ্বারে থাকবে চৈতন্যদেবের মূর্তি। প্রাথমিকভাবে জগন্নাথগদেবের মাসির বাড়ির কাছে মূর্তি তৈরি করা হবে বলে ঠিক করা হয়েছিল। তবে সেই পরিকল্পনার কিছুটা পরিবর্তন করা হয়েছে। জগন্নাথ মন্দিরের সামনেই চৈতন্যদেবের মূর্তি বসানো হবে। সেই প্রবেশদ্বারের নাম হবে - 'চৈতন্যদ্বার জগন্নাথ ধাম'।
৫) মুখ্যমন্ত্রী: মন্দিরের আশপাশ সনাতন ধর্মের লোকজনের দোকান থাকবে।
৬) মুখ্যমন্ত্রী: কালীঘাটের প্যাঁড়ার মতো প্যাঁড়া, ক্ষীরের গজা, গুজিয়া পাওয়া যাবে।
৭) মুখ্যমন্ত্রী: দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্টি বোর্ডে গঠন করা হয়েছে। তাতে থাকছেন মুখ্যসচিব, জেলাশাসক, সনাতন ধর্মের সভাধিপতি, ইসকন কলকাতার সহ-সভাপতি, পুরোহিতরা থাকছেন ট্রাস্টি বোর্ডে। নেতৃত্ব দেবেন মুখ্যসচিব। কোনও রাজনৈতিক নেতা থাকবেন না।
আরও পড়ুন: এবার চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক, হকারদের সরিয়ে পুনর্বাসন কলকাতা পুরসভার
৮) মুখ্যমন্ত্রী: দিঘার জগন্নাথ মন্দির তৈরির জন্য এখনও পর্যন্ত ২৫০ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। অঙ্কটা আরও কিছুটা বেশি হবে। তৈরি করতে হবে ঘাট। জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে কাজ করতে হবে।
৯) মুখ্যমন্ত্রী: দিঘার রথযাত্রায় থাকবেন রাধারমণ দাস। রথের দিন আসব আমি। সাধারণত আমি ইসকনের রথের অনুষ্ঠানে যেতাম। এবার দিঘায় আসব। উলটো রথে যাব ইসকন কলকাতায়।
১০) মুখ্যমন্ত্রী: প্রথম ছয় মাস ভোগ, রক্ষণাবেক্ষণ-সহ দিঘার জগন্নাথ মন্দিরের যাবতীয় খরচের ভার বহন করবে রাজ্য সরকার।
১১) মুখ্যমন্ত্রী: দিঘার জগন্নাথ মন্দিরে আসবেন রাজ্য, দেশ, বিদেশের মানুষ আসবেন।
আরও পড়ুন: হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম বদল, আজ নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী
দিঘার জগন্নাথ মন্দিরের ইতিবৃত্ত
২০১৯ সাল: দিঘার জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করা হয়েছিল।
২০২২ সাল: মে থেকে মন্দিরের নির্মাণকাজ শুরু করে হিডকো।
২০২৪ সাল: ১১ ডিসেম্বর মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
২০২৫ সাল: ৩০ এপ্রিল উদ্বোধন করা হবে।