আন্দোলনের দশম দিনে দিঘায় SBSTC-র বাস ডিপো থেকে আন্দোলনকারী অস্থায়ী কর্মীদের টেনে হিঁচড়ে সরালো পুলিশ। মঙ্গলবার এই নিয়ে তুলকালাম বাঁধল বাস ডিপোয়। আন্দোলনকারীদের ডিপো থেকে তুলে নিয়ে যায় পুলিশ। এর পর ডিপো থেকে শুরু হয় বাস চলাচল।
SBSTC-র অস্থায়ী কর্মীদের আন্দোলন শুরু হয়েছিল এই দিঘা ডিপো থেকেই। আন্দোলনকারীদের দাবি, তাদের মাসে ২৬ দিন কাজ নিশ্চিত করতে হবে। এছাড়া ৪ দিন সবেতন ছুটি দিতে হবে। এছাড়াও ৫ দফা দাবি রয়েছে তাদের। গত সপ্তাহে ধীরে ধীরে গোটা দক্ষিণবঙ্গের ডিপোগুলিতে ছড়িয়ে পড়ে আন্দোলেন। তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকার নীচে বাস চালানো বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অস্থায়ী কর্মীরা। ওদিকে সরকারি বাস বন্ধ হয়ে যাওয়ায় পুজোর মুখে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বিয়ে হয়েছে বছর ঘোরেনি, ডেঙ্গুতে প্রাণ গেল নববধূর, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
অবশেষে সোমবার আন্দোলন তুলতে তৎপরতা শুরু করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, ‘অস্থায়ী কর্মীদের ২৬ দিন কাজের দাবি নিয়ে পুজোর পরে আলোচনায় বসবে সরকার। কিন্তু ৪ দিন সবেতন ছুটি নিয়ে কোনও প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়।’ যদিও মন্ত্রীর মুখের কথায় চিঁড়ে ভেজেনি। আন্দোলনকারীরা পালটা বলেন, ডিপো ম্যানেজারের কাছে ২৬ দিন কাজের সরকারি নির্দেশিকা পৌঁছলে তবেই তাঁরা আন্দোলন তুলবেন।
এরই মধ্যে মঙ্গলবার সকালে দিঘা ডিপোয় ঢোকে পুলিশ। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে তারা পুলিশের গাড়িতে তোলেন। এর জেরে কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছড়ায় ডিপোয়। নিজেদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন বাসকর্মীরা। এর পর দিঘা ডিপো থেকে ছাড়ে সরকারি বাস। ৪ জন আন্দোলনকারীকে পুলিশ আটক করেছে বলে সূত্রের খবর।