বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh: বীরভূমে গরু, কয়লা, বালি এবং পাথর পাচারে মাস্টারমাইন্ড অনুব্রত: দিলীপ

Dilip Ghosh: বীরভূমে গরু, কয়লা, বালি এবং পাথর পাচারে মাস্টারমাইন্ড অনুব্রত: দিলীপ

দিলীপ ঘোষ। (HT_PRINT)

গতকাল বোলপুরে চা চক্রে যোগ দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এর আগে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই টুইটারে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ‘অনুব্রতর খেলা শেষ। আরও অনেকে লাইনে রয়েছে।’

শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি গরু পাচার, কয়লা কাণ্ড, পাথর এবং বালি পাচার নিয়ে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কাঠগড়ায় তুললেন। তিনি বলেন, ‘বীরভূমে গরু, কয়লা, বালি এবং পাথর পাচারে মাস্টারমাইন্ড হলেন অনুব্রত।’

গতকাল বোলপুরে চা চক্রে যোগ দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। এর আগে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই টুইটারে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ‘অনুব্রতর খেলা শেষ। আরও অনেকে লাইনে রয়েছে।’ অনুব্রত গ্রেফতারের পরে তার একাধিক বেনামি সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। এই পরিস্থিতিতে অনুব্রতর গড়ে তার বিরুদ্ধে দিলীপ ঘোষ আক্রমণ হানার ফলে নয়া মাত্রা পেয়েছে শাসক বিরোধী চাপানোতর।

অনুব্রতর পাশাপাশি তৃণমূলকে বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করেছেন দিলীপ। এ প্রসঙ্গে তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন না দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘বীরভূমের সিন্ডিকেট থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে তৃণমূল নেতারা। বীরভূমে লুট হয়ে যাওয়া সমস্ত টাকা যাচ্ছে তৃণমূল নেতাদের ভান্ডারে।’ প্রসঙ্গত অনুব্রত মণ্ডল গ্রেফতারের পরে বীরভূমে নিজেদের মাটি শক্ত করতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যে গতকাল অনুব্রত মণ্ডল-সহ তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। যদিও এর উত্তর দিতে ছাড়েনি তৃণমূল ।দলের নেতা তাপস রায় বলেন, ‘দিলীপ ঘোষের মতো নেতারা যতই এ ধরনের কথা বলবে ততই তারা মানুষের থেকে দূরে সরে যাবে।’

বন্ধ করুন