বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh Attacks TMC MLA: ‘আটকালে তৃণমূল বিধায়কের কাছা খুলে নেব’, হুঁশিয়ারি দিলীপের, পালটা খোঁচা অসিতের

Dilip Ghosh Attacks TMC MLA: ‘আটকালে তৃণমূল বিধায়কের কাছা খুলে নেব’, হুঁশিয়ারি দিলীপের, পালটা খোঁচা অসিতের

বিজেপির সর্বভারতী সহ-সভাপতি দিলীপ ঘোষ। ফাইল ছবি। (Ajay Aggarwal /HT PHOTO)

গত ৫ অগস্ট খাদিনা মোড়ে বিজেপির একটি মিছিল আটকানোর অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক অসিত এবং তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও সেই ঘটনার প্রেক্ষিতে বিধায়ক পালটা অভিযোগ করেন, তাঁর গাড়ি আটকে হেনস্থা করা হয়েছিল।

চুঁচুড়ায় গিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে বেনজির ভাষায় কটাক্ষ সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। এদিকে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ, ‘কে কার কাছা খুলবে তা সময়ই বলবে।’ প্রসঙ্গত, গত ৫ অগস্ট খাদিনা মোড়ে বিজেপির একটি মিছিল আটকানোর অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক অসিত এবং তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। যদিও সেই ঘটনার প্রেক্ষিতে বিধায়ক পালটা অভিযোগ করেন, তাঁর গাড়ি আটকে হেনস্থা করা হয়েছিল। এই আবহে এবার অসিতের এলাকায় গিয়ে দিলীপ ঘোষ হুঁশিয়ারির সুরে বললেন, ‘আমাদের ছেলেদের আটকালে কাছা খুলে নেব চুঁচুড়ার তৃণমূল বিধায়কের।’

দিলীপ ঘোষ এদিন বলেন, ‘অসিতবাবু আপনিও তো লাইনে আছেন। আমি বলিনি, আপনার দিদি বলেছেন। আপনার দিদি তো বলেছিলেন যে আপনি বাকি একা খাচ্ছেন। স্টেডিয়ামের টাকা পুরো হজম করে নিয়েছেন। দিদি মাইকে বলছেন, আর আমি বললেই দোষ? আমার কর্মীরা বললে দোষ! তাঁদের মারতে আসবেন? বয়স হয়েছে হাঁটতে চলতে পারেন না। ঠেলা দিলে উঠতে পারবে না, আমার ছেলেদের মারছেন? নেহাত বিধায়ক বলে কিছু করেনি। দু’ চারটে চ্যাংড়া ছেলে যদি কাছাটা খুলে দিত কী হত? আমি বলে যাচ্ছি, যদি দ্বিতীয়বার গাড়ি থেকে নেমেছেন তাঁর কাছা খুলে নেবে। বাকি আমি দেখে নেব।’

আরও পড়ুন: শুভেন্দু গড়ে ভরাডুবি BJP-র, নন্দীগ্রামের সমবায় নির্বাচনে জয় তৃণমূলের

এদিকে দিলীপের এই বক্তব্যের প্রেক্ষিতে অসিত মজুমদারের পালটা খোঁচা, ‘আমি ধুতি পরি না। পায়জামা পাঞ্জাবী কিংবা শার্ট প্যান্ট পরি। কে কার কাছা খুলবে তা সময়ই বলবে। জোকারের মতো এসব কথাবার্তা বলে প্রচারে থাকার চেষ্টা করছেন তিনি।’ তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘অন্যের কাছা খুলতে গেলে নিজের কাছাটা দেখতে হয়। আপনাকে তো বিজেপিতেও কেউ পাত্তা দেয় না। ২০২৪ সালে মেদিনীপুরে দুই লক্ষ ভোটে হারবেন আপনি।’

 

বন্ধ করুন