সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করে মারার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বিজেপি-শাসিত কর্নাটক, অসম ও উত্তরপ্রদেশে গুলি চালানোর বিষয়টি তুলে ধরেন তিনি।
আরও পড়ুন :দিলীপের 'কুকুরের মতো গুলি' মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, সমালোচনা বাবুলের
গতকাল রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-র সমর্থনে প্রচারে আসেন দিলীপবাবু। তিনি বলেন, 'যাঁরা সরকারি সম্পত্তিতে আগুন লাগাচ্ছেন, সেগুলি কি তাঁদের বাবার সম্পত্তি? করদাতাদের টাকায় তৈরি সম্পত্তি কীভাবে ধ্বংস করতে পারে? '
আরও পড়ুন :'যে যেমন বলছে বলুক, সুযোগ পেলে আমরাও গুলি মারব', বাবুলকে পালটা দিলীপের
সিএএ বিরোধিতার নামে বাংলার কয়েকটি প্রান্তে যে হিংসা ছড়িয়ে পড়েছিল, তার জেরে রেলের প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। 'সেই সময় গুলি না চালানোর পরিবর্তে লাঠিচার্জের নির্দেশ দেওয়ায়' মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুন : হিংসার সবথেকে বেশি প্রভাব বাংলায়, মোট ৯০ কোটি ক্ষতি রেলের
সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের কীভাবে রুখতে হবে, তার মডেল হিসেবে তিন বিজেপি-শাসিত রাজ্যের উদাহরণ দেন দিলীপবাবু। তিনি বলেন, 'যাঁরা হিংসায় জড়িত বা সরকারি সম্পত্তি ধ্বংস করবেন, উত্তরপ্রদেশের মতো তাঁদের গুলি করা উচিত। গুলি চালিয়ে উত্তরপ্রদেশ, কর্নাটক ও অসম ঠিক কাজ করেছে।'
আরও পড়ুন :'খবরের জন্য কর্মীদের গন্ডগোল পাকানোয় ছাড়পত্র', মন্তব্য দিলীপের
দিলীপবাবু দাবি করেন, দেশে দু’কোটি অনুপ্রবেশকারী মুসলমানের মধ্যে এক কোটি বাংলায় থাকেন। তাঁদের রক্ষা করছেন মমতা।
আরও পড়ুন : এনআরসি হলে কী কী নথি লাগবে? জানাল স্বরাষ্ট্রমন্ত্রক