বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh: দলবদল করতে যোগাযোগ রাখছেন তৃণমূল নেতারা? মিঠুনের ঘাড়ে দায় চাপিয়ে বিস্ফোরক দিলীপ

Dilip Ghosh: দলবদল করতে যোগাযোগ রাখছেন তৃণমূল নেতারা? মিঠুনের ঘাড়ে দায় চাপিয়ে বিস্ফোরক দিলীপ

দিলীপ ঘোষ 

দিলীপের স্পষ্ট বার্তা, ‘আমি দলবদলের ব্যাপারে কিছু জানি না। যাঁরা যোগাযোগ রাখছেন তাঁরা বলতে পারবেন। দলবদল করার জন্য কারও সঙ্গে আমি যোগাযোগ রাখি না।’

সম্প্রতি হুগলির চুঁচুড়াতে গিয়ে সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তীরা দাবি করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের থেকে অনেকেই বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন। তাঁদের সঙ্গে যোগাযোরও রাখছেন বলে জানিয়েছিলেন মিঠুন। তবে হুগলির সিঙ্গুরে দাঁড়িয়ে ভিন্ন সুর শোনা গেল বিজেপির সর্বভারতী সহসভাপতি দিলীপ ঘোষের গলায়। দিলীপের স্পষ্ট বার্তা, ‘আমি দলবদলের ব্যাপারে কিছু জানি না। যাঁরা যোগাযোগ রাখছেন তাঁরা বলতে পারবেন। দলবদল করার জন্য কারও সঙ্গে আমি যোগাযোগ রাখি না।’

উল্লেখ্য, গত মঙ্গলবারই মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘৩৮ জন (তৃণমূলের) আমাদের সঙ্গে রয়েছে। তার মধ্যে ২১ জন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। এমন অনেকে রয়েছেন, তৃণমূলে যাঁদের দমবন্ধ মনে হচ্ছে। সবাই তো চুরি করেননি। চুরি না করেও তাঁদের গায়ে আঁচ পড়ছে। তাঁরা সবাই সমান নয়। ’ এরপরই সুকান্ত বলেন, ‘মিঠুনদার কাছে যদি ২১ জনের নাম থাকে, আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে অন্তত ৪১ জনের নাম থাকবে।’ যদিও সুকান্ত-মিঠুনের তাল কেটে দিলীপ গতকাল বলেন, ‘দলবদল করতে চাওয়া কোনও নেতার সঙ্গে আমার যোগাযোগ নেই।’

এদিকে সিঙ্গুরে এদিন কাশফুলের বালিশ বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ। কাশফুলের তৈরি বালিশ-বালাপোষ নিয়ে এর আগে মন্তব্য করেছিলেন মমতা। এই আবহে বালিশের খোল নিয়ে কাশফুলের বনে পৌঁছে যান দিলীপ। বলেন, ‘বালিশ হবে কিনা আমরা দেখব। বালিশের ওয়ারও নিয়ে এসেছি। কাশফুল দিয়ে কীভাবে বালিশ তৈরি করা যায় আমরা সেই টেকনোলজি ব্যাবহার করার চেষ্টা করছি।’ তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, ‘সিঙ্গুরে শিল্প নেই, কৃষি নেই। রয়েছে শুধু কাশফুল।’

এদিকে এদিন এসএসসি দুর্নীতি নিয়েও সরকারকে তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, ‘এই দুর্নীতি হিমশৈলের চূড়া মাত্র। লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে। কোটি কোটি টাকা লুট হয়েছে। ইডির তদন্তের উপর আমাদের ভরসা আছে। আমাদের আদালতের ওপর ভরসা আছে।’

বন্ধ করুন