বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh on Didir Doot: 'দিদির দূতদের গরুর দড়ি দিয়ে নারকেল গাছে বেঁধে রাখুন', বিস্ফোরক দিলীপ ঘোষ

Dilip Ghosh on Didir Doot: 'দিদির দূতদের গরুর দড়ি দিয়ে নারকেল গাছে বেঁধে রাখুন', বিস্ফোরক দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ (ছবি - পিটিআই)

দিলীপ ঘোষ বলেন, ‘মোদীজি বলেছেন সব রাস্তা পাকা করে দাও। সব বাড়ি পাকা করে দাও। কিন্তু এখানে এসে দেখছি, না রাস্তা আছে, না বাড়ি। কিন্তু এখানকার মানুষের অন্যায়টা কী?’

ফের একবার গাছে বেঁধে পেটানোর নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। রবিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের কুশবাশান এলাকায় দলীয় এক বৈঠকে মেদিনীপুরের সাংসদ বলেন, 'দিদির দূতেরা ভোট চাইতে এলে তাদের নারকেল গাছে বেঁধে রাখুন।' উল্লেখ্য, দিলীপ ঘোষের আগে শুভেন্দু অধিকারীও দিদির দূতকে নিশানা করে 'তোলামূলের ভূত' বলে কটাক্ষ করেছেন। রবিবাসরীয় মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষও তোপ দেগেছিলেন দিদির দূত নিয়ে। পরে কর্মীদের সভায় দিলেন বিতর্কিত 'নিদান'। (আরও পড়ুন: বন্দে ভারতে পাথর ছোঁড়ার অভিযোগের মাঝেই রবিবার 'আক্রান্ত' আরও এক এক্সপ্রেস ট্রেন)

দিলীপ ঘোষ বলেন, 'দিদির কর্মীরা যারা পঞ্চায়েত ভোটে দিদির দূত হিসেবে এলাকায় ভোট চাইতে আসবে তাদের প্রশ্ন করবেন, কেন আমাদের এলাকা উন্নয়ন হয়নি? কেন উন্নতি ঘটেনি রাস্তা-ঘাটের? তাদের প্রশ্ন করবেন, যখন পুরো দেশজুড়ে সবার পাকা বাড়ি হয়ে গেল তখন কেন আমাদের এখনও কাঁচা বাড়ি? যদি তারা ভোট চাইতে আসে তাদের দরকার হলে নারকেল নয়ত ইউক্যালিপটাস গাছে গরুর দড়িয়ে বেঁধে রাখুন।' তৃণমূলের লোকজন কেন্দ্রের পাঠানো টাকা লুট করে নিচ্ছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। সঙ্গে জানান, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। এ সবের তদন্তও হবে বলে দাবি করেন তিনি। এদিকে পঞ্চায়েত ভোট নিয়ে দিলীপ বলেন, 'যে উন্নয়ন করবে, তাদেরই ভোট তাঁদেরই ভোট দিন।'

দিলীপ ঘোষ আরও বলেন, 'মোদীজি বলেছেন সব রাস্তা পাকা করে দাও। সব বাড়ি পাকা করে দাও। কিন্তু এখানে এসে দেখছি, না রাস্তা আছে, না বাড়ি। কিন্তু এখানকার মানুষের অন্যায়টা কী? তৃণমূল নেতাদের সম্পত্তি এখন অনেক বেড়ে গিয়েছে। তারা কাঁচা মাটির পরিবর্তে পাকা বাড়িতে বসবাস করছে। শুধু তাই নয়, বিলাসবহুল বাড়িও রয়েছে তাদের। ভোট দিতে হলে আপনারা মোদীকে দেবেন। যে বন্দে ভারতের মতো সফলগামী ট্রেন চালাবে, দেশ জুড়ে যে দেশের উন্নতি করবে তাকে ভোট দেবেন। আপনারা যাকে পঞ্চায়েত ভোটে ভোট দিয়েছেন তাদের নেতা থেকে মন্ত্রী, বিধায়ক সকলেই চোর।'

বন্ধ করুন