বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সাত-সকালে দিলীপকে নিয়েই ভেঙে পড়ল মঞ্চ, তোপের নিশানায় তৃণমূল

সাত-সকালে দিলীপকে নিয়েই ভেঙে পড়ল মঞ্চ, তোপের নিশানায় তৃণমূল

শনিবার এগরায় বড় মাপের দুর্ঘটনা থেকে রেহাই পেলেন বঙ্গ-বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মঞ্চে থাকাকালীন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার বড় মাপের দুর্ঘটনা থেকে রেহাই পেলেন বঙ্গ-বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এগরায় তাঁকে নিয়েই ভেঙে পড়ল সভামঞ্চ। সেখানে দাঁড়িয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ।

মর্নিং ওয়াকে বেরিয়ে চা-চক্রে অংশগ্রহণের রেওয়াজ বাংলায় বেশ কিছু দিন চালু করেছেন রাজ্য বিজেপি প্রধান। কলকাতায় এসেও নিউ টাউনের ইকো পার্কে তাঁকে এই ধরনের অনুষ্ঠান করতে দেখা গিয়েছে। গতকাল তেমনই এক অনুষ্ঠান মঞ্চে ওঠার পরে বিপদের মুখে পড়েন দিলীপ।

সকালে পূর্ব মেদিনীপুরের এগরায় চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন তিনি। তাঁর আবির্ভাবের আগে সভাস্থলে হাজির হয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সেখানে পৌঁছে মঞ্চে ওঠেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা। এর পর ভাষণ শুরু করেন দিলীপ। এমনই সময় আচমকা বসে যেতে শুরু করে মঞ্চ, যার উপরে সভাপতি ছাড়া তখন উপস্থিত রাজ্য বিজেপির একাধিক নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঞ্চের উচ্চতা বেশি না থাকায় এবং তা ধীরে ধীরে বসে যাওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এত কিছুর মধ্যেও অবিচল দাঁড়িয়েছিলেন দিলীপ ঘোষ। পরে ভাঙা মঞ্চে দাঁড়িয়েই তিনি মন্তব্য করেন, ‘আজ মঞ্চ ভাঙল, মে মাসে সরকারটাই ভেঙে যাবে।’

রাজ্য সভাপতির মন্তব্যে হাসির রোল ওঠে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে। প্রাথমিক উত্তেজনা কাটিয়ে তৃণমূলের সমালোচনায় মেতে ওঠেন দলের অন্যান্য নেতারাও।

বন্ধ করুন