বিজেপি নেতারা বরাবরই পৃথক গোর্খাল্যান্ডের দাবী করে আসছেন। এই প্রেক্ষাপটে উল্টো সুর শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কণ্ঠে। শুক্রবার কালিম্পং সফরে গিয়ে তিনি মন্তব্য করেছেন, বিজেপি কখনই উত্তরবঙ্গ বিভাজন চায় না। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাঁর এই বক্তব্যকে সমর্থন করেনি বিজেপির জোটসঙ্গী জিএনএলএফ। তাঁরা দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি হামরো পার্টিও দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করেছে।
সাধারণত পাহাড়ের দলগুলি বরাবরই পৃথক রাজ্যের দাবিতে ভোটের ময়দানে লড়াই করে থাকে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তাঁদের মাথাব্যথা না থাকলেও পৃথক রাজ্যের দাবিতে মূলত তারা কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু, কেন্দ্রের শাসকদলের প্রতিনিধির উত্তরবঙ্গ বিভাজনের বিরোধিতা করায় তা মেনে নিতে পারছে না পাহাড়ের দলগুলি। এর প্রতিবাদে শনিবার পাহাড়জুড়ে পোস্টার পড়েছে। জিএনএলএফের যুব নেতা বুদ্ধ তামাং বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। উল্লেখ্য, সামনে পঞ্চায়েত ভোট সেই লক্ষ্যে শুক্রবার বিকেলে কালিম্পং জেলায় দলীয় বৈঠকে যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি দলীয় কর্মীদের নিয়ে পঞ্চায়েত ভোটের কৌশল ঠিক করেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি পঞ্চায়েত ভোটের লড়াই করার জন্য প্রস্তুত। শুধু ভোট ঘোষণার অপেক্ষা, তবে বিজেপি কখনওই উত্তরবঙ্গ বিভাজন চায় না। বিজেপি সব সময় বিভাজনের বিপক্ষে। কোনও সমস্যা থাকলে আলোচনা করে মিটিয়ে নেওয়া উচিত। ত্রিপাক্ষিক আলোচনা হওয়াই ভালো। তবে রাজ্য সরকার সহযোগিতা করছে না। কোনওরকম ভাবে ভাগাভাগি চলবে না।’
দিলীপ ঘোষের এই মন্তব্যের পরে জিজিএনএলএফের তরফে শহরজুড়ে পোস্টারিং করা হয়। তারা দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র নিন্দা করেন। দলের যুব নেতা বুদ্ধ তামাং বলেন, ‘আমরা পরপর তিনবার বিজেপিকে জিতিয়েছি। তাঁদের সংসদকে দিল্লিতে পাঠিয়েছি। আমরা চাই পাহাড়ে সমস্যার স্থায়ী সমাধান হোক। গোর্খারা নিজেদের পরিচয় পাক। কিন্তু এখন দিলীপ ঘোষ বলছেন বিজেপি বিভাজন চায় না। আমরা এটা কোনওভাবেই মেনে নিতে পারছি না।’ অন্যদিকে, হামরো পার্টির মুখপাত্র লাডুপ ঘিসিং বলেন, ‘আমরা তো পৃথক রাজ্যের জন্য বরাবরই কেন্দ্রর দিকে তাকিয়ে রয়েছি। কিন্তু, এখন দিলীপ বলছেন বিজেপি বিভাজন চায় না আমরা আশা করি কেন্দ্র দিলীপের সঙ্গে একমত নয়।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup