বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‌TMC representatives meet Governor: মুখ্যমন্ত্রীর কাছে দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন, রাজ্যপালকে বলল তৃণমূল

‌TMC representatives meet Governor: মুখ্যমন্ত্রীর কাছে দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন, রাজ্যপালকে বলল তৃণমূল

তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‌এখন রাজ্যপালকে প্রমাণ করতে হবে, তিনি সবার রাজ্যপাল। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপালের অবস্থান স্পষ্ট নয়। আশা করব তিনি এই বিষয়ে কোনও না কোনও ব্যবস্থা নেবেন।’‌

মুখ্যমন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলুন দিলীপ ঘোষকে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে গিয়ে এই কথাই জানাল তৃণমূলের প্রতিনিধি দল। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের এই মন্তব্যের পরই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যপালের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূলের প্রতিনিধি দল।

এদিন দুপুরে তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল যায় রাজ্যপালের সঙ্গে দেখা করতে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, ‘‌দিলীপ ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রীর পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, তার প্রতিবাদ জানাতেই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলাম। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। তাই তাঁর কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।’‌ একইসঙ্গে তিনি জানান, ‘‌এর আগেও দিলীপবাবু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। মা দুর্গার প্রতিও অবমাননাকর মন্তব্য করেছেন।’‌

এদিনের প্রতিনিধি দলে কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ সাজদা আহমেদ, মালা রায়, রাজয় তৃণমূলের মুখ্য সচেতক তাপস রায়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‌এখন রাজ্যপালকে প্রমাণ করতে হবে, তিনি সবার রাজ্যপাল। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপালের অবস্থান স্পষ্ট নয়। আশা করব তিনি এই বিষয়ে কোনও না কোনও ব্যবস্থা নেবেন।’‌

বন্ধ করুন