বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh: ‘পুলিশ চাইলেও সব জায়গায় লাঠি চালাতে পারে না...!’ দিল্লির অঘটন নিয়ে এ কী বললেন দিলীপ?

Dilip Ghosh: ‘পুলিশ চাইলেও সব জায়গায় লাঠি চালাতে পারে না...!’ দিল্লির অঘটন নিয়ে এ কী বললেন দিলীপ?

পদপিষ্ট হওয়ার ঘটনা প্রসঙ্গে বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের। (PTI and File Photo )

এবারের মহাকুম্ভ মেলা ঘিরে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। ইতিমধ্যেই চারবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহু তীর্থযাত্রী মেলার আয়োজনে অব্যবস্থার অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠেছে, ভিআইপি এন্ট্রি প্রথা নিয়েও। 

আবারও বেফাঁস দিলীপ ঘোষ! আর এবার তো খোদ সংঘ প্রধানের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বেফাঁস মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তাও আবার মহাকুম্ভের উদ্দেশে রওনা দেওয়া সেই সমস্ত তীর্থযাত্রীদের নিয়ে, যাঁরা মাত্র আগের রাতেই এক ভয়াবহ ঘটনার শিকার হয়েছেন।

শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে এক ভয়াবহ ঘটনা ঘটে। মূলত কুম্ভমুখী তীর্থযাত্রীদের বেসামাল ভিড়ে ফের একবার পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। উল্লেখ্য, এই ঘটনার ঠিক দিন সতেরো আগে খোদ প্রয়াগরাজের মহাকুম্ভের মেলাস্থলেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আর শনিবারের নয়াদিল্লি স্টেশনের ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এদিকে, রবিবার বর্ধমানের সাঁই স্টেডিয়ামের মাঠে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় যোগ দেন দিলীপ ঘোষ। সেই মঞ্চে দাঁড়িয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন বিজেপি সাংসদকে বলতে শোনা যায়, 'আমাদের দেশে যেখানেই বড় জমায়েত হয়, সেখানে দুর্ঘটনা ঘটে যায়। মানুষের ধৈর্য্য কম, কোটি কোটি মানুষ বেরিয়ে পড়েছে কুম্ভ মেলার উদ্দেশে!'

এখানেই থামেননি তিনি। পদপিষ্ট হওয়ার ঘটনা প্রসঙ্গে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদেরই কাঠগড়ায় তুলে দিলীপ বলেন, 'মানুষের মধ্যে ধৈর্য খুবই কম, নিয়ম মানতে চায় না তারা। পুলিশ চাইলেও সব জায়গায় লাঠি চালাতে পারে না। কুম্ভেও ব্যারিকেড ভেঙে ঢুকে যাচ্ছে বহু মানুষ। কিছু অঘটন ঘটেছে, এটা খুবই দুর্ভাগ্যজনক।'

দিলীপ মনে করেন, এই ধরনের ঘটনা এড়াতে হলে 'সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সর্তক হয়ে চলা উচিত।' দিলীপ এইসব মন্তব্য করবেন, আর তা নিয়ে রাজনীতির ময়দানে সমালোচনা হবে না, তা কি হয়? হয় না। এবং হয়নিও।

দিলীপের এই মন্তব্য এবং মানসিকতার তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র প্রসেনজিৎ দাসকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, 'মহাকুম্ভে কোটি কোটি মানুষ যাবে, এটা সকলের জানা। ওঁর জানা উচিত, কেন্দ্রীয় সরকারের কাছে এই খবর থাকলেও সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করেননি। নিউ দিল্লি রেল স্টেশনে ১৮ জন মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র রেল দফতরের গাফিলতির কারণে।'

প্রসঙ্গত, এবারের মহাকুম্ভ মেলা ঘিরে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। ইতিমধ্যেই চারবার সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহু তীর্থযাত্রী মেলার আয়োজনে অব্যবস্থার অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠেছে, ভিআইপি এন্ট্রি প্রথা নিয়েও। অনেকেরই অভিযোগ, প্রভাবশালীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে গিয়েই আমজনতার নিরাপত্তার সঙ্গে আপস করা হয়েছে এবং তার জেরেই কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।

এরপর শনিবার নয়াদিল্লি রেল স্টেশনে ফের একই ঘটনা ঘটার পর থেকে রেল দফতর, রেল পুলিশ, দিল্লি পুলিশ - এক-এক পক্ষ এক-একরকম বয়ান দিচ্ছে। যার জেরে বিভ্রান্তি আরও বেড়েছে। বিরোধীরা বলছেন, কুম্ভমেলা ঘিরে বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ ও কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট সমস্ত প্রশাসন যতটা প্রচার নিয়ে তৎপর হয়েছে, প্রকৃত ব্যবস্থাপনা করার বিষয়ে তারা সেই তৎপরতা দেখায়নি বলেই এত অঘটন ঘটছে।

বাংলার মুখ খবর

Latest News

‘সিপিএমের উচ্চিংড়েদের মুখে জুতো মারলেন মমতা’, অক্সফোর্ডের ঘটনায় তোপ দেবাংশু অক্সফোর্ডে মমতার ভাষণের মধ্যেই ‘অভয়া’ বলে চিৎকার, ছবি দিয়ে বলেন ‘নাটক করবেন না’ ‘মিথ্যা বলছি না’! অক্সফোর্ডে মমতার ভাষণের মাঝে ধেয়ে এল প্রশ্ন! কী ঘটল? SRH-এর সর্বনাশে RCB-র পৌষমাস, দাপুটে জয়ে ৭ থেকে একলাফে দুইয়ে LSG- পয়েন্ট তালিকা LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার ‘এখনও নিজেদের সেরা খেলা খেলিনি’! SRHকে হারিয়ে হুঙ্কার LSG অধিনায়কের… জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রুদ্ধশ্বাস গুলিযুদ্ধ! নিহত ২ জঙ্গি, শহিদ ৩ পুলিশকর্মী LSGকে জিতিয়ে ম্যাচের সেরা হয়ে পিচের সমালোচনায় শার্দুল! বাতিল ঘোড়ার তোপ BCCIকে? উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান মানসীর প্রশ্নবাণ, ইন্ডিয়ান আইডলের কো প্রতিযোগীকে প্লেব্যাকের অফার দিলেন করণ?

IPL 2025 News in Bangla

LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.