বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এখন CBI ১ ক্যুইন্টালের ওপরের গুলোকে তুলছে, পরে পুঁটি - চ্যাং সব ধরা পড়বে: দিলীপ

এখন CBI ১ ক্যুইন্টালের ওপরের গুলোকে তুলছে, পরে পুঁটি - চ্যাং সব ধরা পড়বে: দিলীপ

দিলীপ ঘোষ। ফাইল ছবি (PTI)

তিনি বলেন, ‘সবে শুরু হয়েছে। লোকে হাত পাকানো শুরু করেছে। শান দেওয়া হচ্ছে। যেদিন মার পড়বে পালানোর জায়গা পাবে না। প্যান্ডেল বাঁধার জায়গা পাবে না। হসপিটালে ভর্তি নেবে না।

ফের প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনায় এক কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি বলেন, পাবলিকের মার একটাও বাইরে পড়বে না। পুকুর ছ্যাঁচা হলে পুঁটি, চ্যাং সব ধরা পড়বে।

এদিন দিলীপবাবু বলেন, ‘কত বড়বড় নেতা ধরা পড়েছে। এত হই হই হচ্ছে। কেউ বলছে আমাদের পিঠের চামড়া গুটিয়ে জুতো বানাবে। মাস্টারমশাইয়ের জুতো ছিঁড়ে গেছে না কি? কেউ বলছেন বদলা নেব। এসবের হিসাব হবে। সুদে আসলে হিসাব হবে। কার চপ্পল জুতো চাই, কার নাগরা চাই, পাবলিক দিয়ে দেবে। পাবলিকের মার দুনিয়ার বার। একটা মারও বাইরে পড়বে না। চাঁদার মার পড়বে’।

রং মিস্ত্রির বেশে করলে লুকিয়েও লাভ হল না, গ্রেফতার ক্যানিং খুনে অভিযুক্ত রফিকুল

তৃণমূলকে সতর্ক করে তিনি বলেন, ‘সবে শুরু হয়েছে। লোকে হাত পাকানো শুরু করেছে। শান দেওয়া হচ্ছে। যেদিন মার পড়বে পালানোর জায়গা পাবে না। প্যান্ডেল বাঁধার জায়গা পাবে না। হসপিটালে ভর্তি নেবে না। কোনও পুলিশ তোমাকে উদ্ধার করতে যাবে না’।

তৃণমূলকে দিলীপের হুঁশিয়ারি, ‘বিচার শুরু হয়েছে। সারা ভারত জুড়ে শুদ্ধিযজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞে অনেকে আহুতি হয়ে যাবে। সিবিআই ঠিক করেছে এক ক্যুইন্টালের ওপরে না হলে তুলবে না। এক ক্যুইন্টালের ওপরে ২টো মাল ধরা পড়েছে। এক ক্যুইন্টালের নীচের গুলোকে পরে তুলবে। আপনারা যখন পুকুরে মাছ ধরেন মোটা মালগুলোকে আগে তোলেন। তারপর ছোটখাটোগুলোকে তুলতে শুরু করেন। পুকুর ছ্যাঁচা যখন হবে তখন সব ধরা পড়ে। পুকুর বাঁধা হয়ে গেছে। বড় মাছ ধরা পড়েছে। এর পর যখন পুকুর ছ্যাঁচা হবে তখন পুঁটি, ল্যাটা, চ্যাং সব ধরা পড়বে’।

 

বন্ধ করুন