বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dilip Ghosh: বাংলায় যে খুন – ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে বড় পদক্ষেপ, দাড়িভিটে NIA নিয়ে দিলীপ

Dilip Ghosh: বাংলায় যে খুন – ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে বড় পদক্ষেপ, দাড়িভিটে NIA নিয়ে দিলীপ

দিলীপ ঘোষ। 

আমরা সিবিআই চেয়েছিলাম, আদালত NIA তদন্ত দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের ওপরে কারও ভরসা নেই। সেই জেলায় আবার গুলি চলেছে। পুলিশই আমাদের একজন কর্মীকে হত্যা করেছে। নিরন্তর অসামাজিক কাজ চলছে ও পুলিশ তাকে মদত করছে।

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে যে খুন – ধর্ষণ হচ্ছে এটা তার বিরুদ্ধে বড় পদক্ষেপ। উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে ২ ছাত্রের মৃত্যুর অভিযোগে কলকাতা হাইকোর্ট NIA তদন্তের নির্দেশ দেওয়ায় এই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আশা করি সন্তানহারা পরিবারগুলি সুবিচার পাবে।

এদিন দিলীপবাবু বলেন, ‘দাড়িভিটের ঘটনায় পুলিশ নিহতদের পরিবারের করা অভিযোগের বদলে স্বতঃপ্রণোদিত FIRএর ভিত্তিতে তদন্ত করেছে। সেখানে যে বেনিয়ম হয়েছে তার বিরুদ্ধে আমরা ৪ বছর আদালতে লড়েছি। আমাদের পুরো বিশ্বাস ছিল এখানে কেন্দ্রীয় তদন্ত হবে। আমরা সিবিআই চেয়েছিলাম, আদালত NIA তদন্ত দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের ওপরে কারও ভরসা নেই। সেই জেলায় আবার গুলি চলেছে। পুলিশই আমাদের একজন কর্মীকে হত্যা করেছে। নিরন্তর অসামাজিক কাজ চলছে ও পুলিশ তাকে মদত করছে। তার বিরুদ্ধে এই মামলা আমাদের আইনজীবীরা, নিহতদের বাবা - মা ও সেখানকার কর্মীরা বিশ্বাস রেখে আদালতে গিয়েছিলেন যে আদালত সুবিচার দেবে। সেজন্য আদালতকে আমার তরফে শুভেচ্ছা - অভিনন্দন। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে যে খুন – ধর্ষণ হচ্ছে এটা তার বিরুদ্ধে বড় পদক্ষেপ। আমরা আশা করব সন্তানহারা নিপীড়িত পরিবার নিশ্চই সুবিচার পাবে’।

দীর্ঘ ৪ বছরের আইনি লড়াইয়ের পর দাড়িভিটে স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভরত ২ ছাত্র রাজেশ ও তাপসের মৃত্যুতে বুধবার NIA তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। অভিযোগ, স্কুল থেকে শিক্ষকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান এক পুলিশকর্মী।

 

বন্ধ করুন