বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Paschim Bardhaman TMC Clash: কারখানায় মাল সরবরাহ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, উত্তেজনা এলাকায়

Paschim Bardhaman TMC Clash: কারখানায় মাল সরবরাহ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, উত্তেজনা এলাকায়

পুলিশের সঙ্গে বচসা বিক্ষোভকারীদের। নিজস্ব ছবি

সিন্ডিকেটের নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়েই এই বিবাদ চলছে বহুদিন ধরে। এদিন তাঁর বহিঃপ্রকাশ ঘটে। কারখানার গেটে গাড়ি দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছয় পুলিশ। পরে পুলিশের চাপে বিক্ষোভ তুলে নেন সরবরাহকারীরা।

সিন্ডিকেটের দখলদারি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর শিল্পতালুকে। প্রতিবাদে সোমবার সকাল ৮টা থেকে গোপালপুর শিল্পতালুকের বেসরকারি কারখানার গেট বন্ধ করে প্রতিবাদ করেন নতুন সরবরাহকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিন্ডিকেটের নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়েই এই বিবাদ চলছে বহুদিন ধরে। এদিন তাঁর বহিঃপ্রকাশ ঘটে। কারখানার গেটে গাড়ি দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছয় পুলিশ। পরে পুলিশের চাপে বিক্ষোভ তুলে নেন সরবরাহকারীরা। সিন্ডিকেটের নির্মাণ সামগ্রী সরবরাহকারী নতুন গোষ্ঠীর সদস্য অনুপ দত্তর অভিযোগ, নির্মাণ সামগ্রী সরবরাহকারী তৃণমূলের পুরনো গোষ্ঠীর সদস্যরা জোরপূর্বক কারখানা কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করছে। কারখানা কর্তৃপক্ষ নির্মাণ সামগ্রীর বরাত নিলেও তাদের কাছে নির্মাণ সামগ্রী নিচ্ছে না বলে অভিযোগ। এই ঘটনায় ট্রাকে করে নির্মাণ সামগ্রী কারখানার গেটের সামনে রেখে প্রতিবাদে জানান তারা।

যদিও পুরনো গোষ্ঠীর সদস‍্য সংগ্রাম মুখার্জীর দাবি, তাঁরা কোনও দলের না এবং নির্মাণ সামগ্রী সরবরাহের জন্য কাউকে চাপ সৃষ্টিও করেননি। কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য দাবি করেন, এটি সিন্ডিকেটের দখলদারী নয়, ‘দুই সংস্থার নির্মাণ সামগ্রী সরবরাহ নিয়ে বিবাদ। সিপিআইএম ছেড়ে কিছু লোক তৃণমূলে এসে এই সমস্যা তৈরি করছে। প্রশাসন প্রশাসনের মতো ব্যাবস্থা নিচ্ছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন